আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস। সোমবার রাতে কাসুন্দিয়া বৈষ্ণবপাড়ার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ ছিলেন। ভারত্তোলনে তিনি ১১ বারের জাতীয় চ্যাম্পিয়ন। ছোটবেলা থেকেই খেলাধুলোয় আগ্রহ ছিল। প্রথমে রাজ্যের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। তারপর দেশের হয়ে অংশগ্রহণ করেন।
১৯৬০ এবং ১৯৬৪ সালে রোম এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেন। দুটো অলিম্পিকেই ৬০ কেজি বিভাগে অংশ নেন। দুই অলিম্পিকে যথাক্রমে ১২ এবং ১৩ নম্বরে শেষ করেন। ১৯৬২ সালে অর্জন পুরস্কার পান। খেলা ছাড়ার পর প্রশিক্ষণে মনোযোগ দেন। রাজ্য কোচের দায়িত্ব পালন করেন। তাঁর কোচিংয়ে কয়েকজন ভারত্তোলক উঠে আসে। তাঁর মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।
