আজকাল ওয়েবডেস্ক: অধিনায়কের পাশাপাশি মানুষ হিসেবেও রোহিত শর্মা অনবদ্য। জুনিয়রদের সঙ্গে তাঁর ব্যবহার বরাবরই ভাল। তাঁর নেতৃত্বে খেলতে ভালবাসে তরুণরা। এবার আরও একবার মানবিক রোহিতের পরিচয় পাওয়া গেল। একটি পডকাস্টে এই ঘটনার বিবরণ দেওয়া হয়। ঘটনাটি ২০১৭ সালের। ইন্টারভিউয়ের সময় রোহিতের গায়ে কফি ফেলে দেন এক তরুণ ইন্টার্ন। মুম্বই ইন্ডিয়ান্সে ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন ২১ বছরের তনয় তিওয়ারি। ইন্টারভিউয়ের জায়গাটা খুবই ছোট ছিল। যার ফলে এই ভুল হয়। 

তিওয়ারি বলেন, 'আমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে ইন্টার্ন ছিলাম, আমি ভুল করে রোহিত শর্মার গায়ে কফি ফেলে দিই। আমি ওর ইন্টারভিউ নিচ্ছিলাম, টেবিলটা খুবই ছোট ছিল। আমার সঙ্গে ক্যামেরা ছিল। তাড়াহুড়োতে আমি ওর গায়ে কফি ফেলে দিই। ওর দলের একজন আমাকে খুবই বকাবকি করে। তখন আমার বয়স ২১ ছিল। আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। আমি ভাবছিলাম আমার কেরিয়ার শুরুর আগেই হয়তো শেষ হয়ে গেল।' তরুণ ইন্টার্ন ভেবেছিলেন, চাকরি চলে যাবে। কিন্তু রোহিতের আচরণ চাকরি বাঁচিয়ে দেয়। কী করেছিলেন রোহিত? তিওয়ারি বলেন, 'রোহিত বলে, ছেড়ে দাও, ও বাচ্চা। তুমি তোমার প্রশ্ন করো। শুধু কফি পড়েছে। তুমি চিন্তা করো না। এইভাবে আমার কেরিয়ার বাঁচিয়ে দেয়।' এই ঘটনা তিওয়ারির জীবন বদলে দেয়। এই ঘটনার জন্য রোহিতের কাছে কৃতজ্ঞ তিনি।