আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে সমালোচনার মুখে গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজে হার্ষিত রানার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ এবং ফ্যানদের একাংশ। মনে করা হচ্ছে কেকেআরের সম্পর্কের জেরেই প্রতিবার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন তরুণ পেসার। এবার প্রাক্তন সতীর্থের সমর্থনে মনবিন্দর বিসলা। দাবি করেন, এই সমালোচনা ভিত্তিহীন। পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দেন গৌতির এককালীন সতীর্থ। দাবি করেন, এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার তৈরি। বিসলা বলেন, 'যারা হর্ষিত রানার বিরুদ্ধে কথা বলছে, তাঁরা নিশ্চয়ই কেকেআরের ফ্যান নয়। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি। সবাই ভাবছে, গৌতমের কেকেআরের ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই কারণেই ও হর্ষিতকে সাপোর্ট করছে। গম্ভীর ওর মামা-কাকা নয় তো। সবাই কেকেআরের অ্যাঙ্গেলের কথাই ভাবে।'
২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। সেই বছর গম্ভীরের সঙ্গে একই ড্রেসিংরুমে ছিলেন বিসলা। তাই খুব কাছ থেকে দেখেছেন টিম ইন্ডিয়ার হেড কোচকে। দাবি করেন, সবসময় পারফরম্যান্সকে গুরুত্ব দেন গৌতি। একইসঙ্গে সমালোচকদের উদ্দেশে বার্তা, নিজের মেরিটেই জাতীয় দলে জায়গা দখল করেছেন হর্ষিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। দ্বিতীয় টি-২০ তে ব্যাট হাতেও রান পান। সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে রানার দুর্দান্ত চার উইকেটের প্রসঙ্গ তোলেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। বিসলা বলেন, 'সিডনিতে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই রো-কোর কথা বলেছে। কিন্তু কেউ কি হর্ষিতের উল্লেখ করেছে? ও চার উইকেট না নিলে কী হত? হয়তো তাও আমাদের রো-কো জিতিয়ে দিত। কিন্তু মঞ্চটা সেট করে দিয়েছে অন্য একজন।' পুরোদমে প্রাক্তন সতীর্থকে সমর্থন বিসলার।
