আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের চ্যাম্পিয়ন বোলার জশপ্রীত বুমরাহ খেলেছেন মাত্র তিনটি টেস্ট। বেছে বেছে টেস্ট খেলার জন্য তীব্র সমালোচিত হয়েছেন বুম বুম বুমরাহ। তাঁকে সমালোচনা করেছেন আরেক প্রাক্তন বোলার। তিনি ইরফান পাঠান। 

অবশ্য শুধু পাঠান কেন, বুমরাহর বেছে বেছে টেস্ট খেলার জন্য সমালোচনা করেছেন অনেকেই। দিলীপ ভেঙ্গসরকার পর্যন্ত থেমে থাকেননি। এবার পাঠান মুখ খুললেন। একসময়ে বাঁ হাতে রামধনুর মতো সুইং করতে পারতেন। কিন্তু গ্রেগ চ্যাপেল জমানায় পাঠানের হাত থেকে উবে যায় সেই সুইং বল। পাঠান এখন ধারাভাষ্যকার। তীব্র সমালোচনা করে থাকেন বর্তমান ক্রিকেটারদের।

আরও পড়ুন: ক্রিকেটের বাইরেও কোহলির মধ্যে রয়েছে এই চারটি গুণ, এত দিনে প্রকাশ্যে আনলেন মাহি

সেই তিনি এবার বুমরাহকে কটাক্ষ করে বলেছেন,''এই সিরিজে এমন অনেক মুহূর্ত ছিল যখন ষষ্ঠ ওভারের দরকার ছিল। পাঁচ ওভার করার পরে আরও একটা ওভার করার প্রয়োজন ছিল। ধারাভাষ্য দেওয়ার সময়ে আমি বলেছিলাম এ কথা। জো রুটকে এগারো বার আউট করেছিল বুমরাহ। লর্ডস টেস্টে পাঁচ ওভার বল করেছিল বুমরাহ। আরও একটি ওভার করার দরকার ছিল। সেটা করতে হলে নিজেকে আরও কিছুটা নিংড়ে দিতে হত। আমার মনে হয়েছিল বুমরাহ নিজেকে সরিয়ে এনেছিল। তাছাড়া বেছে বেছে খেলা তো ছিলই। এভাবে বাছাই করে করে খেলার বিরোধী আমি।'' 

পাঠান এখানেই থেমে থাকেননি। বুমরাহর সমালোচনা করে তিনি বলছেন, ''তিনটি টেস্টে খেলেছে বুমরাহ কিন্তু সেই তিনটি টেস্টের একটিতেও জিততে পারেনি।'' 

এজবাস্টন ও ওভালে ভারত জিতেছে। ওই দুটো টেস্টে খেলেননি বুমরাহ। সদ্য সমাপ্ত সিরিজে ৫টি ইনিংসে বল করেন বুমরাহ। ১৪টি উইকেট সংগ্রহ করেন তিনি। পাঠান বলছেন, ''সত্যি কথা বলতে কী, বুমরাহ যখনই খেলে তখনই পারফরম্যান্স তুলে ধরে। লর্ডসে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলে ফেলেন। কিন্তু দলের একনম্বর বোলার যখন তুমি, তখন তোমার কাছ থেকে এক নম্বর পারফরম্যান্সের প্রত্যাশা থাকে। আমার মনে হয় সেই পারফরম্যান্সটাই পাওয়া যায়নি বুমরাহর থেকে।'' 

ভারতের তারকা বোলারকে দশের মধ্যে ছয় দিয়েছেন পাঠান। কারণ হিসেবে পাঠান জানিয়েছেন, দলের সিনিয়র প্লেয়ার যখন বুমরাহ, তখন তাঁর কাছ থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স চায় দল। 

বুমরাহর ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা‌। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।

আরও পড়ুন:ভয়েস নোট পন্থের, শ্রদ্ধায় মোড়ানো মেসেজ গিলের, ভারতের কিপারের পা ভাঙার জন্য ক্ষমা চাইলেন ওকস