আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে বিশ্বের সমস্ত বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন অভিষেক শর্মা। কিন্তু ভারতের বিধ্বংসী ওপেনারের জন্য বিশেষ গেমপ্ল্যান সেট করে ফেলেছেন ম্যাট হেনরি। নিখুঁত বল করে অভিষেককে চাপে রাখতে চান কিউয়ি পেসার। বিশাখাপত্তনামে চতুর্থ টি-২০ তে ভারতীয় ওপেনারকে শূন্য রানে ফেরান হেনরি। যার ফলে ৫০ রানে জেতে নিউজিল্যান্ড। শনিবার সিরিজের শেষ টি-২০। তার আগে তরুণ ওপেনারের বিরুদ্ধে সমস্ত অস্ত্র তৈরি রাখছে কিউয়িরা। হেনরি বলেন, 'ও গত দু'বছর ধরে দারুণ খেলছে। শুরু থেকেই বোলারদের আক্রমণ করে। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে নয়, আইপিএলেও। আমার মতে, আমাদের ওকে চাপে ফেলতে হবে। যা বোলারদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু মিশ্র ওভারের পর সেখান থেকে প্রত্যাবর্তন করাই আসল। সব ভুলে ম্যাচে প্রভাব ফেলাই চ্যালেঞ্জিং। আমার মনে হয়, নৈপুণ্যের ওপর অনেক কিছু নির্ভর করে। পাশাপাশি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।' 

৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু টি-২০ বিশ্বকাপ। তার ঠিক আগে এই পাঁচ ম্যাচের সিরিজ তাঁদের উপকৃত করবে, জানান‌ কিউয়ি তারকা। হেনরি বলেন, 'আমার কাছে টি-২০ ক্রিকেটে আত্মবিশ্বাস বড় ফ্যাক্টর। চাপের মুহূর্তেও ব্যাটারদের কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে হয়, সেটা জানতে হবে। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এইধরনের চাপের মুখে পড়তে মোটেই ভাল লাগে না। তবে এটা আমাদের বিশ্বকাপের জন্য তৈরি করে দিচ্ছে। আমাদের জন্য এই সফর ইতিবাচক। আত্মবিশ্বাস নিয়েই আমরা শেষ ম্যাচে নামব। আমার মতে, এটাই আমাদের দলের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়।' ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির অবসরের পর তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাট হেনরি। এছাড়াও ভারত সফরের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে। বিশ্বকাপের আগে তাঁদের জন্য অভিজ্ঞতা অর্জনের মঞ্চ এই সিরিজ। হেনরি মনে করেন, দলে যথেষ্ট গভীরতা রয়েছে। তবে পাশাপাশি জানান, টি-২০ ক্রিকেটে ব্যাটারদের টেক্কা দিতে বোলিংয়ে বৈচিত্র আনতে হবে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। আগের দিন নিয়মরক্ষার ম্যাচে হারে ভারত। বর্তমানে সিরিজে ৩-১ এ এগিয়ে সূর্যকুমার যাদবরা। টি-২০ বিশ্বকাপের আগে শনিবার শেষ ম্যাচ টিম ইন্ডিয়ার।