আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলের জার্সিতে ইডেনেই প্রত্যাবর্তনের ম্যাচ হত মহম্মদ সামির। কিন্তু তিনি এখনও পুরোদস্তুর ফিট নন বলে প্রথম একাদশে রাখা হয়নি বঙ্গপেসারকে।
প্রথম একাদশে কেন রাখা হল না সামিকে? দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সেই প্রশ্নের উত্তর চাইছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের কাছ থেকে।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''একটা ম্যাচ হয়ে গিয়েছে। আরও চারটে বাকি। প্রথম ম্যাচে খেলেনি সামি। এর অর্থ হল, একশো শতাংশ ফিট নয়। ফিট যদি না থাকে, তাহলে ঠিক আছে। পিচ ভাল ছিল না, স্পিনারদের খেলাতে চেয়েছিলাম, রবি বিষ্ণোইকে খেলাতে চেয়েছিলাম, তিনজন স্পিনার নিয়ে খেলতে চেয়েছিলাম, এসব যুক্তি খাটে না সেক্ষেত্রে।''
খেলা শুরুর আগে সামিকে গা ঘামাতে দেখা গিয়েছিল। বোলিং রান আপ ঠিক করছিলেন। কিন্তু টসের সময়ে সূর্যকুমার যাদব জানান, সামিকে ডাগ আউটে রেখেই তাঁরা নামছেন।
আকাশ চোপড়া বলছেন, ''আমাকে অজুহাত দেওয়ার দরকার নেই। সামিকে খেলাও। আমি চিন্তিত। চারটি ম্যাচ বাকি। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ধকল রয়েছে। চার্টার্ড ফ্লাইটে হয়তো তোমরা যাবে, কিন্তু ধকল হবেই। সামি খেলেনি ইডেনে। তার অর্থ ও এখনও পুরোপুরি সুস্থ নয়। এটাই চিন্তার বিষয়।''
