আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড সিরিজে কুলদীপ যাদবের স্পিন মন্ত্র কাজ দেয়নি। তিনি রান দিয়েছেন। উইকেট পাননি। কুলদীপ যাদব নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বললেও অত্যুক্তি  করা হবে না। 

এই উপমহাদেশের পিচে কুলদীপের ঘূর্ণির উপরে সবাই আস্থা রেখেছিলেন। কিন্তু আসল সময়ে কুলদীপের স্পিন কাজে আসেনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কুলদীপ নেন মাত্র তিনটি উইকেট। কিউয়ি ব্যাটাররা তাঁকেই টার্গেট করেন। 

ড্যারিল মিচেল বেশি নির্দয় ছিলেন। চার নম্বরে নেমে তিনি স্বপ্নের ফর্মে ছিলেন। পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মিচেল। ব্ল্যাক ক্যাপসরা সিরিজ জিতে নেয় ২-১-এ। 

নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ''নিউজিল্যান্ড ব্যাটাররা ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অন্য কৌশল অবলম্বন করেছিল। শুরু থেকেই আক্রমণের রাস্তা নেয়। কুলদীপ যাদব দুর্দান্ত বোলার। ওর হাতে সব অস্ত্রই রয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুলদীপের আত্মবিশ্বাসে চিড় ধরবে।'' 

তবে এর থেকে শিখতে হবে বলে মনে করেন অশ্বিন। তাঁর পরামর্শ টপ ফর্মে থাকা ব্যাটারদের বিরুদ্ধে বল করতে হলে কুলদীপকে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আরও বেশি নমনীয় হতে হবে। অশ্বিন বলেছেন,''কুলদীপ যাদবকে একটা কথাই বলতে চাই, আরও বেশি পরীক্ষানিরীক্ষার রাস্তায় হাঁটো। ড্যারিল মিচেলের মতো দারুণ ব্যাটার যদি ব্যাট করে, তাহলে অন্য কৌশল অবলম্বন করতেই হবে।'' 

ড্যারিল মিচেল যে অঞ্চল দিয়ে বেশি রান করেছেন, সেই প্রসঙ্গে অশ্বিনকে বলতে শোনা গিয়েছে, ''মিচেলের ওয়াগন হুইল বলছে, অফসাইডে কোনও রানই করেনি ওর বটম হ্যান্ডের জন্য। কুলদীপ তিনটি ম্যাচেই এনিয়ে ভাবেনি বলেই আমার মনে হয়।'' 

কুলদীপ মার খেয়েছেন, রবীন্দ্র জাদেজাও তাই। অশ্বিন বলছেন,  ''অনেকেই জেডেন লেনক্সের বোলিং দেখে জাদেজা ও কুলদীপের বোলিংয়ের সমালোচনা করেছেন। ওরাও নিজেদের খেলাটার উন্নতি ঘটাতে পারত। দুই ভারতীয় স্পিনার আরও বেশি সজনশীল হতে পারত।'' 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার মানার পরে গৌতম গম্ভীরের সমালোচনা চলছে। সমস্যা কোন জায়গায়, তা নিয়ে চলছে নিরন্তর আলোচনা।