আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনের হয়ে এবার ব্যাট ধরলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কেরলের উইকেটকিপার ব্যাটারের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিশ্বকাপজয়ী তারকা। দাবি, টি-২০ তে টপ অর্ডারে নিজেকে একাধিকবার প্রমাণ করলেও, তাঁকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। কোনওদিন রাখঢাক করে কথা বলতে পারেন না ক্রিস। ক্রিকেট জীবনে যেমন আগ্রাসী ছিলেন, কথাবার্তাও চাঁচাছোলা। নিয়মিত স্যামসনের ব্যাটিং অর্ডার বদল করা নিয়ে সরব হন প্রাক্তন তারকা। শ্রীকান্ত মনে করেন, এর ফলে কেরলের ক্রিকেটারের ছন্দ এবং আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে।
নিজের ইউ টিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, 'সবচেয়ে খারাপ ভাগ্য যদি কারোর হয়, সেটা সঞ্জু স্যামসনের। ওপেনার হিসেবে নিয়মিত শতরান করছিল। কিন্তু এখন ওকে যেকোনো পজিশনে খেলানো হয়। তিন নম্বর থেকে শুরু করে আট নম্বর পর্যন্ত। যদি সেরকম সুযোগ আসে, ওকে ওরা ১১ নম্বরেও নামিয়ে দেবে। ওপেনার হিসেবে এত ভাল খেলা সত্ত্বেও ওর সঙ্গে এমন হলে সঞ্জুর খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু ওর কাছে কোনও বিকল্প নেই। মুখ বন্ধ করে দল যেখানে বলবে, সেখানেই ব্যাট করতে হবে।' ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে টিম ইন্ডিয়ার অন্যতম আক্রমণাত্মক এবং সফল ব্যাটার সঞ্জু। তিনটে শতরান করেন। ১৩ ইনিংসে গড় ৩৭। স্ট্রাইক রেট ১৮৩। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে তাঁর পার্টনারশিপ ভারতকে একাধিক ম্যাচ জিততে সাহায্য করে।
দীর্ঘ এক বছর পর শুভমন গিলকে ভারতের টি-২০ দলে ফেরানোর পর ওপেনিংয়ে জায়গা খোয়ান স্যামসন। তিনবার পাঁচ নম্বরে নামেন। একবার তিনে নামানো হয়। বাংলাদেশের বিরুদ্ধে আট নম্বর পর্যন্তও তাঁকে নামানো হয়নি। তাঁর ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হলেও, এশিয়া কাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয়ে ২১ বলে ২৪ রান করেন। এত কিছু সত্ত্বেও ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শ্রীকান্ত। তিনি বলেন, 'এশিয়া কাপে পাঁচ নম্বরে নেমে সাফল্য পেয়েছে। এটা ভাল দিক। আসন্ন টি-২০ বিশ্বকাপে ও দলের প্রথম উইকেটকিপার হওয়ার দৌড়ে এগিয়ে।' শ্রীকান্ত মনে করেন, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দলটা খেলেছে, সেটাই আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ। সেই দলে একটা বা দুটো পরিবর্তন হতে পারে। হর্ষিত রানার জায়গায় দলে ঢুকবেন হার্দিক পাণ্ডিয়া। প্রাক্তন তারকা মনে করেন, বিশ্বকাপের জন্য প্রায় প্রস্তুত ভারতীয় দল। পুরো ছন্দ ফিরে পেতে ম্যাচ প্র্যাকটিস দরকার।
