আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের ভারত সফরের সময়ে হ্যারি ব্রুক বলেছিলেন, কুয়াশার জন্য স্পিনারদের খেলতে সমস্যাই হয়েছে আমাদের। 

হ্যারি ব্রুকের এহেন মন্তব্য নিয়ে পরবর্তীকালে ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে উপহাস করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ইংল্যান্ড। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের অভিযান শেষ হয়ে যাওয়ার পরে হ্যারি ব্রুকের করা আগের মন্তব্য টেনে এনে ইংল্যান্ডকে কটাক্ষ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।

ভারতের বিরুদ্ধে সিরিজে হ্যারি ব্রুক পাঁচবারই স্পিন খেলতে না পেরে আউট হন। আফগানিস্তানের মহম্মদ নবির বলে বুধবার আউট হন হ্যারি ব্রুক। গাভাসকর বলেন, ''হ্যারি ব্রুকের আউট এই মাত্র দেখলাম। লাহোরের আলো ঠিক আছে তো? কলকাতায় খেলার সময়ে এই ব্রুকই বলেছিল কুয়াশার জন্য বল ভাল করে বুঝতে পারেনি।  সেই কারণেই আমি জিজ্ঞাসা করছি। আশা করি লাহোরের আলো ঠিক আছে?'' 

ইব্রাহিম জাদরান ১৪৬ বলে  ১৭৭ রান করেন। আফগানিস্তান ৩২৫ রান করে। রান তাড়া করতে নেমে  ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৩১৭ রানে। 
 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগে ভারতের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেখানে বিধ্বস্ত হয়েছিল। ভারতে সিরিজ চলাকালীন মাত্র দুটো প্র্যাকটিস সেশন করেছিল ইংল্যান্ড। তা নিয়ে কম কালি খরচ হয়নি। কেভিন পিটারসেন ও রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসে সেই পুরনো ইংল্যান্ডকেই দেখা গেল।