আজকাল ওয়েবডেস্ক: বেন স্টোকসের 'হ্যান্ডশেক' কাণ্ড নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনা করছেন ক্রিকেটাররা। এবার সেই তর্জায় ঢুকে পড়লেন ধারাভাষ্যকাররাও।
ভারতের মরিয়া ড্র প্রশংসিত হয়েছে সর্বত্র। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু তার পরে লোকেশ রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের লড়াকু ব্যাটিংয়ে ভারত ম্যাচ বাঁচিয়ে দেয়।
এরই মাঝে ঘটে গিয়েছে বেন স্টোকসের বিতর্কিত হ্যান্ডশেক কাণ্ড। যা নিয়ে তীব্র সমালোচনা ধেয়ে আসে। সুনীল গাভাসকর ভারতীয় দলের লড়াইয়ের প্রশংসা করেন। লিটল মাস্টার বলেন, ''এই দলটা যা করেছে, তার জন্য আমি গর্বিত। মাত্র ৪ উইকেট হারিয়েছে এটার কথা বলতে হবে। ভাল পিচ, পাটা পিচ, পিচের চরিত্র যাই হোক না কেন, চাপের মুখে টিকে থাকা বড় ব্যাপার।''
আরও পড়ুন: 'স্টোকস শ্রদ্ধা হারিয়েছে', হ্যান্ডশেক কাণ্ডে ইংল্যান্ডের নেতাকে তুলোধোনা ভারতের প্রাক্তনীর
ভারতীয় ব্যাটারদের লড়াই ইংরেজদের হতাশ করেছে। অধিনায়ক বেন স্টোকস বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে। তাঁর বলেই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। পরে ব্রুক যখন হ্যান্ডশেক করতে যান, তখন ওয়াশিংটন সুন্দর সেই অনুরোধ নস্যাৎ করেন।
ভারতের দুই ব্যাটারকে কটাক্ষ করতে থাকেন ইংল্যান্ডের ফিল্ডাররা। গাভাসকর পালটা দেন। ইংল্যান্ডের ট্যাকটিক্সের সমালোচনা করে সানি বলেন, ''প্রেস কনাফারেন্সে আমি থাকলে জিজ্ঞাসা করতাম, তোমরা ৩১১ রানের লিড নিলে কেন? ২৪০ বা ২৫০-এর লিডের পরে ছেড়ে দিলে না কেন? স্টোকস সেঞ্চুরি করার পরেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে না কেন? কেন তোমার বোলারদের আরও এক ঘণ্টা সময় দিলে না উইকেট নেওয়ার জন্য।'' শুভমান গিল হলে কি এই প্রশ্ন করতেন? গাভাসকর বলছেন, ''আমি জানি গিল এসব বলবে না। ও খুব ভাল ছেলে। ও সুনীল গাভাসকরের মতো নয়। এই এসজি একটু অন্য ধরনের। এই এসজি সাংবাদিক বৈঠকে একশো শতাংশ এই প্রশ্ন জিজ্ঞাসা করবে।''
ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনে নাটকীয়তার অভাব ছিল না। কে বলে, ড্র হতে চলা টেস্ট ম্যাচে নাটক হয় না, কে বলে টেস্ট ম্যাচের উত্তেজনা কমে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের পঞ্চম দিনের তৃতীয় সেশনে দফায় দফায় চলল নাটক। ম্যাচে প্রথম চারদিনে কী হল না হল সেই সবকিছুকে ছাপিয়ে গেল পঞ্চম দিনের তৃতীয় সেশনের কয়েক মিনিটের ঘটনা। এদিন দ্বিতীয় সেশন থেকে অনবদ্য লড়াই লড়লেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের একের পর এক স্পিন বোলিং, জোফ্রা আর্চার এবং বেন স্টোকসের বাউন্সার সব সামলে দলকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায়। তারপর একপ্রকার ছেলেখেলা করলেন ইংল্যান্ড বোলারদের নিয়ে। অবশেষে ড্র হল টেস্ট ম্যাচ। তৃতীয় সেশনে তখন জাদেজা এবং ওয়াশিংটন ব্যাট করছেন আশির ঘরে। সেই পরিস্থিতিতে হঠাৎ এগিয়ে এলেন বেন স্টোকস।
Sunil Gavaskar calls out England's "loud talk" ????????#SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/b06op1KAUY
— Sony Sports Network (@SonySportsNetwk)Tweet by @SonySportsNetwk
আম্পায়ারের কাছে নিয়ে হাত বাড়িয়ে দিলেন, বুঝিয়ে দিতে চাইলেন, তারা আর খেলতে চান না, ম্যাচ ড্র ঘোষণা করা হোক। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। হ্যান্ডশেক করতে রাজি হলেন ক্রিজে থাকা দুই ভারতীয় ব্যাটার। ক্রিকেটের নিয়ম বলছে, দুই দলের খেলোয়াড় সম্মতি দিলে তখনও ম্যাচ ড্র ঘোষণা করা হবে। কিন্তু দুই ভারতীয় ব্যাটার তখন শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের সিদ্ধান্তে খুশি হননি একজন ইংলিশ ক্রিকেটারও। বেন স্টোকস এসে জাদেজাকে বলে গেলেন, আমি এবার হ্যারি ব্রুককে দিয়ে বল করাব। তুমি কি ওর বলেই শতরান করতে চাও?’ ক্রলি এসে সোজা প্রশ্ন করে বসলেন, ‘হ্যান্ডশেক করলে না কেন?’ কিন্তু দুই ব্যাটার নিজেদের সিদ্ধান্তে অনড়। ইংল্যান্ড অধিনায়ক এবার ফিল্ডিং সব সামনে রেখে বোলিংয়ে নিয়ে এলেন একদিকে ব্রুক অবং অন্যদিকে রুটকে। ধেয়ে এল একের পর এক লুজ বল, একের পর এক ফুলটস।
দুই ভারতীয় ব্যাটার ইংলিশ বোলারদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। স্টোকসের অসম্মানের যোগ্য জবাব দেন।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে এবার ভারত–পাক জার্সি নিয়েও টালবাহানা, কিন্তু কেন?
