আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র। তবে সিরিজে ভারত পিছিয়ে ১–২ ব্যবধানে। এদিকে, সোমবার তবে পরের দিন, সোমবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, পাকিস্তানের জার্সি পরিহিত এক সমর্থককে সেই জার্সি ঢেকে রাখার নির্দেশ দিচ্ছে পুলিশ। ওই সমর্থকও তা মানতে চাননি। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেউ পুলিশের আচরণে ক্ষুব্ধ। আবার কেউ নিয়মের কথা বলছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার প্রথমে এসে ওই সমর্থককে অনুরোধ করছেন জার্সি ঢেকে রাখার। ওই সমর্থক জানান, লিখিত ভাবে তাঁকে সেই অনুরোধ জানাতে। কিছুক্ষণ পরে আরও কিছু পুলিশ আসেন সেখানে। তাঁরাও ওই সমর্থককে একই অনুরোধ করেন।
এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ওই সমর্থক। তিনি জানান, টিকিট কেটে খেলা দেখতে এসেছেন। সমর্থকরা যে কোনও দেশের জার্সি পরে খেলা দেখতে পারেন। তিনি পাকিস্তানের নাগরিক তাই পাকিস্তানের জার্সি পরেছেন। ভারত বা ইংল্যান্ডের সমর্থকদের যখন সমস্যা নেই তা হলে পুলিশের কেন সমস্যা হচ্ছে? পুলিশ আধিকারিকরা জানান, ওল্ড ট্র্যাফোর্ডের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দুই দেশ ছাড়া অন্য কোনও দেশের জার্সি পরে খেলা দেখা যায় না। তাই পাকিস্তানের জার্সি ঢেকে রাখার অনুরোধ করা হচ্ছে।
অথচ তবু পুলিশের সঙ্গে তর্কাতর্কি থামেনি। কিছু ক্ষণের জন্য ওই সমর্থককে বাইরে নিয়ে যাওয়া হয়। তার পরে আবার তিনি মাঠে আসেন পাকিস্তানের জার্সি গায়েই। অনেকেই জানিয়েছেন, সমর্থকদের যে কোনও দেশের জার্সি পরেই খেলা দেখার অধিকার রয়েছে। পাকিস্তানের ওই সমর্থক ভুল কাজ করেননি। আবার অনেকে বলেছেন, খেলা দেখতে গেলে নিয়ম মানতেই হবে। সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
পরে আর এক সমর্থকের ছবি ছড়িয়ে পড়ে, যিনি পাকিস্তানের জার্সি হাতে ধরে পোজ দিয়েছেন। তবে জার্সিটি পরেননি।
এদিকে জানা গেছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন ভারতের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। কাউন্টির দল এসেক্সে সই করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণ দর্শিয়ে খলিল বিলেত ছাড়ছেন। শোনা যাচ্ছে পারিবারিক সমস্যার জন্য তিনি ফিরে আসছেন।
এই ক্লাবের সঙ্গে আপাতত তিনি সম্পর্কচ্ছেদ করছেন। ওকে ফিরে আসতে দেখে আমরাও হতাশ। খলিলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। খলিলের অবদানকে আমরা শ্রদ্ধা জানাই। এসেক্স ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই খলিলকে শুভেচ্ছা জানাচ্ছে ভবিষ্যতের।
এসেক্সের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন খলিল। দুটো ম্যাচে এসেক্সের হয়ে খলিল আহমেদ নেন ৪টি উইকেট। ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। খেলেছিলেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ। ১৯ ওভার হাত ঘুরিয়ে তিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন চার-চারটি উইকেট। কিন্তু তবুও সিনিয়র দলে তাঁর ঠাঁই হয়নি।
বঞ্চিত সেই বাঁ হাতি বোলার খলিল আহমেদ এবার কাউন্টি খেলবেন। ২০২৫ মরশুম শেষ হওয়া পর্যন্ত এসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে কাপ-এ খেলবেন তিনি।
খলিল আহমেদ সিনিয়র ভারতীয় দলের হয়ে ২৯ বার খেলেছেন। ১১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে নামেন খলিল। ২০১৮ সালে ওয়ানডে-তে অভিষেক হয় তাঁর। ১১টি ওয়ানডে থেকে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। তাঁর সেরা বোলিং ১৩ রানে ৩ উইকেট।
