আজকাল ওয়েবডেস্ক: লিডার হিসেবে পরিণত হতে হলে সময়ের দরকার শুভমান গিলের। ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংয়ের বক্তব্য এমনই।
রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণের পরে শুভমান গিলের হাতেই উঠেছে ক্যাপ্টেনের আর্মব্যান্ড। ২০ জুন থেকে শুরু হবে তাঁর পরীক্ষা।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''প্রতিটি অধিনায়কেরই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। ১-২ মাসের মধ্যে অধিনায়ক তৈরি হয় না। গিলকে কিছুটা সময় দেওয়া হোক। সুযোগ পেলে ও নিজেকে মানিয়ে নেবে। অধিনায়ক হিসেবে কতটা দক্ষ, তা দেখা যাবে। আমরা ইতিমধ্যেই গিলকে একজন ব্যাটসম্যান হিসেবে দেখছি। গিল সাহেব দ্য গ্রেট।''
ইংল্যান্ড সিরিজের জন্য গিলকে শুভেচ্ছা জানাচ্ছেন হরভজন। তিনি বলেন, ''ইংল্যান্ডের মাটিতে ভারত ভাল করবে বলেই আমরা আশাবাদী। শুভমান গিল ও টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা রইল। এটা অপেক্ষাকৃত তরুণ দল। তবে এই দলের দম রয়েছে।''
জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন গিল। সেই সিরিজে ভারত ৪-১-এ সিরিজ জিতেছিল। এবার কী হবে? গোটা দেশ তাকিয়ে রয়েছে গিলের দিকে।
