আজকাল ওয়েবডেস্ক: বুমরার নেতৃত্বে পারথ টেস্টে দুরন্ত জয় ভারতের। আটটি উইকেট নিয়ে ভারত অধিনায়ক ম্যাচের সেরা হন। ভারতের তারকা বোলার প্রসঙ্গে আশিস নেহরা বলেছেন, ঝুলিতে ৫২০ টাকা থাকলেও বুমরাকে নেওয়ার জন্য তা যথেষ্ট নয়।

প্রাক্তন  মুম্বই কোচ জন রাইট স্কাউট করেছিলেন বুমরাকে। ২০১৩ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর। তার পর থেকে অন্য কোনও দলের হয়ে আইপিএলে খেলতে দেখা যায়নি বুমরাকে। এবার ১৮ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেন করেছে মুম্বই।

ভারতীয় ক্রিকেটে দুরন্ত গতিতে উত্থান বুমরার। টিম ইন্ডিয়ার বোলিং স্তম্ভ তিনি। যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তাঁকে নিয়ে গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা বলেছেন, ''ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ হোয়াইট ওয়াশ হওয়ার পরে পারথে যে ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে বুমরা, তা দেখতে দুর্দান্ত লেগেছে। জসসীকে হারানো সম্ভবই নয়।''  

একসময়ে নেহরাও ভারতের বোলিং স্তম্ভ ছিলেন। সেই নেহরা বলছেন, ''বুমরা যদি নিলামে থাকত, তাহলে সবকিছুই সম্ভব। এমনকী আইপিএলের দলগুলোর  ঝুলিতে ৫২০ কোটি টাকা থাকলেও তা যথেষ্ট নয়।''

রোহিত শর্মা দলের সঙ্গে পারথে না যাওয়ায় বুমরা ভারতীয় দলকে নেতৃত্ব দেন। কোনও সময়েই মনে হয়নি বুমরা স্টপ গ্যাপ অধিনায়ক। আশিস নেহরা বলছেন, ''উইকেট নিয়ে ম্যাচ আগেও বহুবার জিতিয়েছে বুমরা। রোহিত শর্মা না  থাকায় সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেয় বুমরা। অতিরিক্ত চাপ ছিল। কিন্তু যেভাবে চাপ সামলেছে তা প্রশংসনীয়।''

৬ ডিসেম্বর অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট শুরু হচ্ছে। বুমরার দিকে চোখ থাকবে সবার।