আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে রান পাননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই তারকা রান না পাওয়ায় তাঁদের মুণ্ডপাত করা হয়েছে।
বাধ্য হয়ে রোহিত ও বিরাট রঞ্জি ট্রফি খেলতে নামেন। কিন্তু দু'জনের কেউই সফল হননি।
দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্ম ফিরে পাবেন দুই তারকা ব্যাটার। সৌরভ বলছেন, '' সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা বড় ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট যেন ভাল হয়, বিশেষ করে দুবাইয়ের উইকেট। অতীতে বিশ্বকাপে এবং সাদা বলের ক্রিকেটে রোহিত আর কোহলি সফল হয়েছে।''
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ভারতীয় তারকার ব্যাটে রান আছে বলে মনে করেন সৌরভ। মহারাজ বলছেন, ''বিরাট কোহলি ও রোহিত শর্মা ভাল পারফরম্যান্স তুলে ধরবে। আসন্ন সিরিজেও ওর ভাল করবে। অস্ট্রেলিয়ায় ভাল না খেললেও আসন্ন সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে কোহলি ও রোহিত।''
টি-টোয়েন্টি সিরিজের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। তার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ যেন ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রেস রিহার্সাল।
