আজকাল ওয়েবডেস্ক: তাঁর নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক।
ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন মুম্বইকর। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে, জাতীয় দলের দরজাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তাঁর জন্য।
কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকার। ওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''
শুভমান গিলের হাতে এখন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের নেতৃত্ব। টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের।
এই দলগঠন নিয়ে নানা মুণির নানা মত। কেউ পক্ষে। কেউ বিপক্ষে। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল বলেন, ''নির্বাচকরা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। গিলকে নেতা করা সামনের দিকে এগনোরই পরিচয়। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবে গিল। গিলের নেতৃত্বে রোহিত কেমন খেলে, সেটাই দেখার।''
এদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ার বলছেন, ''২০২৭ বিশ্বকাপে বিরাট ও রোহিত একসঙ্গে খেলবে বলে মনে হয় না। চোটআঘাত প্রবণ হলেও পন্থ খেলবে। গিলের মতো তরুণ অধিনায়কের উপরই নির্ভর করছে দল। ভারতকে সাফল্য এনে দিতে এটাই আদর্শ সুযোগ গিলের সামনে।''
এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে।
একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: ভারতের ট্রফি চুরি করে পাকিস্তানের জাতীয় সম্মান পাচ্ছেন নকভি, সোনার পদক দেওয়া হবে পিসিবি প্রধানকে ...
