আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
 
 ১৪ তারিখের বারুদে ঠাসা সেই ম্যাচের আগে ভারতের প্রাক্তন ওপেনার শোয়েব আখতার ও জশপ্রীত বুমরাহকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেন। 
আকাশ চোপড়ার মতে, পাকিস্তানের গতিদানব শোয়েবের থেকেও ভয়ঙ্কর বুম বুম বুমরাহ।
আরও পড়ুন: গোড়ার দিকে ইংরেজি জানতেন না সবুজ তোতা, কীভাবে শিখলেন? শিক্ষিকা শোনালেন এক অন্য ব্যারেটোর গল্প
ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে চোপড়াকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, অতীতে শোয়েবের মোকাবিলা করা কঠিন ছিল নাকি এখনকার বুমরাহকে। প্রশ্নের জবাবে আকাশ বলেন, ''আমার কাছে বুমরাহ বেশি ভীতিপ্রদ।''
আকাশ চোপড়াকে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। কোন ব্যাটসম্যানের খেলা দেখার জন্য তিনি টিকিট কেটে মাঠে যাবেন? উত্তরে আকাশ চোপড়া বলেন, ''আমার পছন্দ বিরাট কোহলি।''
 
 এবারের এশিয়া কাপে বিরাট কোহলি নেই। প্রাক্তনরা বলছেন, এশিয়া কাপে ভারতই ফেভারিট। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত-পাক ম্যাচ ১৪ তারিখ। 
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
 
 গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
 
 ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান
সুপার ৪
 
 ২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১
ফাইনাল
২৮ সেপ্টেম্বর
