আজকাল ওয়েবডেস্ক: টেস্টে বিরাট কোহলির উত্তরসূরি কে? ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর প্রাক্কালে এই প্রশ্ন ঘুরছে। বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক সাবা করিম মনে করেন, টেস্টে বিরাটের জায়গায় চার নম্বরে ব্যাট করার জন্য আদর্শ কেএল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে অবসর নেন কোহলি। সেই থেকে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা চলছে। অনেকেই মনে করছেন, চার নম্বরের জন্য আদর্শ শুভমন গিল। কিন্তু সাবা করিম মনে করেন, রাহুলকেই চারে খেলানো উচিত। বর্তমানে দলের সিনিয়র সদস্যদের মধ্যে অন্যতম রাহুল। এই জায়গায় দ্বৈত ভূমিকা পালন করতে পারবেন তিনি। 

সাবা করিম বলেন, 'কোহলির অনুপস্থিতিতে রাহুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমার মতে, ও চার নম্বরে ব্যাট করতে পারে। অনেকে হয়ত অনেকের কথা বলেছে। তবে আমার মনে হয়, বিরাট কোহলির ভূমিকা পালনের জন্য ও আদর্শ। শুরুতে সেটব্যাক হলে সেটা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওর টেকনিক ভাল। ইংল্যান্ডে ভাল রেকর্ড। ওর টেম্পারামেন্ট ভাল। গত দেড় বছরে ও আরও পরিণত হয়েছে। তাই ও দায়িত্ব নিয়ে খেলতে পারবে। কাজটা সহজ হবে না, কারণ অনেক কিছুই বদলে গিয়েছে। খেলাটাও অনেক বদলে গিয়েছে। এত বছর পর কামব্যাক করছে। ওর জন্য সহজ হবে না। ভারতীয় দলের সাহায্য লাগবে। তবে ওর ঘরোয়া ক্রিকেট, কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছে। এটা কাজে লাগাতে পারবে।' অধিকাংশই চার নম্বরে শুভমন গিল বা সাই সুদর্শনকে দেখতে চাইলেও, রাহুলকে বেছে নিলেন বোর্ডের প্রাক্তন নির্বাচক।