আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন প্রাক্তন অজি পেসার জেসন জিলেসপি। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হয়ে কাজ করার অভিজ্ঞতা যে ভাল নয় জিলেসপির, তা খুল্লমখুল্লা জানিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার। 

সেই অভিজ্ঞতা এতটাই খারাপ যে পুরোদস্তুর কোচিংয়ে ফেরার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন তিনি। এখন আর কোচিংয়ে ফেরার আগ্রহটাই অনুভভ করছেন না। 
২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হয়েছিলেন জিলেসপি। ডিসেম্বরেই দায়িত্ব ছেড়ে চলে আসতে হয়েছিল তাঁকে। 

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে কোচিংয়ে ফেরার বিষয়ে তাঁকেই বলতে শোনা গিয়েছে, '' পুরোদস্তুর কোচিংয়ে আমি আর আগ্রহী কি না, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। অস্ট্রেলিয়া ডাকলেও যাব না। আমার আর আগ্রহ নেই।'' 

দুই বছরের চুক্তিতে পাকিস্তানের দায়িত্ব নিয়েছিলেন জিলেসপি। তার পরে যা ঘটেছে তাঁর সঙ্গে তা ভুলে যেতে চান এই প্রাক্তন ক্রিকেটার। প্রাক্তন অজি বোলারকে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তানে কাজ করে আমার কোচিংয়ের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গিয়েছে।''