আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মার টেস্ট কেরিয়ার শেষ। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ। সিডনি টেস্টের দ্বিতীয় দিন রোহিত জানিয়েছিলেন, ‘‌পাঁচ মাস পর কী হতে পারে কেউ জানে না।’‌ অবসর প্রসঙ্গে রীতিমতো তিনি হেসেছিলেন। কিন্তু কাটিচের কথায়, ‘‌রোহিত বর্ডার গাভাসকার ট্রফিতে একেবারেই রানের মধ্যে ছিল না। তাই সিডনি টেস্ট থেকে সরে গিয়েছিল। এটা নিঃস্বার্থ ভাবেই করেছে রোহিত। সাক্ষাৎকারে খুব ভাল কথা বলেছে রোহিত। এটা ঘটনা ভবিষ্যতের কথা কে বলতে পারে।’‌ এরপরই কাটিচ বলেছেন, ‘‌রোহিত রানের জন্য কতটা ক্ষুধার্ত সেটা ওকে বুঝতে হবে। এখন ওর ৩৭ চলছে। ইংল্যান্ড সিরিজ খুব কঠিন হতে চলেছে। ঘরের মাঠে খেলবে ইংরেজরা। ভয়ঙ্কর শক্তিশালী দল। বেশ কিছু তরুণ ক্রিকেটার দলে চলে এসেছে। গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স ভাল পারফর্ম করছে। আর ওই সিরিজের জন্য যদি রোহিতকে বাছা হয় তাহলে কিন্তু ওর সেখানেও রান পাওয়াটা মুশকিল। টেস্ট ক্রিকেটে ৩৭ বছর বয়সে ওপেন করাটা মুশকিল। তাই সিদ্ধান্তটা রোহিতকেই নিতে হবে।’‌ 


এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফিতে তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন রোহিত। আর ইংল্যান্ডে সাত টেস্টে রোহিত করেছেন ৫২৪ রান। গড় ৪০.‌৩০।