আজকাল ওয়েবডেস্ক: আহমেদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় মদনমোহন হালদার স্মৃতি শিল্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল জৌগ্রাম। 

সাত দিন ব্যাপী টুর্নামেন্টের বল গড়িয়েছিল ২৩ নভেম্বর। আজ শনিবার ফাইনাল অনুষ্ঠিত হয়। আটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দলগুলো হল, আজিমগঞ্জ (মুর্শিদাবাদ), জৌগ্রাম, মেমারি, ভদ্রেশ্বর, বারাসত, নৈহাটি, উত্তরপাড়া ও বিধাননগর। 
এদিন ফাইনালে মুখোমুখি হয়েছিল বিধাননগর ও জৌগ্রাম। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। খেলা গড়ায় টাইব্রেকারে।  টাইব্রেকারে জৌগ্রাম ৫-৩ গোলে জিতে  চ্যাম্পিয়ন হয়।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ।  এছাড়া সাঁইথিয়ার বিডিও সুজন পাণ্ডে,  হালদার গোষ্ঠীর ডিরেক্টর কৌস্তভ হালদার, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু উপস্থিত ছিলেন ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।