আজকাল ওয়েবডেস্ক: ছেলেদের পর এবার মেয়েদের টেনিসেও ডোপিং কাণ্ড। ডোপিংয়ের অভিযোগ প্রাক্তন একনম্বর টেনিস তারকা ইগা শিয়নটেকের বিরুদ্ধে। দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। একমাস নির্বাসিত করা হয়েছে পোল্যান্ডের তারকাকে। ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) জানায়, আগস্টে শিয়নটেকের ডোপ পরীক্ষা করা হয়েছিল। তাঁর নমুনায় ট্রাইমেটাজিডিন নামে একটি নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়। এই ওষুধ হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
শিয়নটেক জানিয়েছিলেন, দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটানোর এবং ঘুমের একটি ওষুধ খান তিনি। তার সঙ্গে কোনওভাবে এই ড্রাগ মিশে গিয়েছে। দাবি করেন, তিনি অনিচ্ছাকৃতভাবে এই ওষুধ সেবন করেন। তাঁর এই যুক্তি মেনে নেয় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি। এক মাস নির্বাসিত করা হয়েছে শিয়নটেককে। তারমধ্যে ২২ দিন কেটে গিয়েছে। ৪ ডিসেম্বর থেকে আবার কোর্টে ফিরতে পারবেন। তবে আগস্টে সিনসিনাটি ওপেন জেতার প্রাইজ মানি ফেরত দিতে হবে তাঁকে। ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে নির্বাসিত ছিলেন প্রাক্তন একনম্বর তারকা। যার ফলে তিনটে টুর্নামেন্ট খেলতে পারেননি। বর্তমানে দুই নম্বরে রয়েছে ২৩ বছরের পোলিশ টেনিস তারকা। এবছর ফরাসি ওপেন জেতেন তিনি। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পান। প্রসঙ্গত, কয়েকদিন আগে ডোপিংয়ে নাম জড়ায় ইয়ানিক সিনারের। অবশ্য তাঁর বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত হয়নি।
