আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগে ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে চমক দিয়েছে শুভমন গিল পরিচালিত টিম ইন্ডিয়া। ঐতিহাসিক ওভাল টেস্ট জয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। লাল বলের ক্রিকেটে পরের সিরিজের জন্য বিশেষ অপেক্ষা করতে হবে না গৌতম গম্ভীরের দলকে। অক্টোবর এবং নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে সেই চারটে টেস্ট থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নিতে চাইবেন গিলরা‌। তবে পরিবর্ত সিরিজের আগে পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে দু'বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সদের। নয়তো সমস্যার সম্মুখীন হতে পারে। একঝলকে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। 

১। কীভাবে যশপ্রীত বুমরাকে ফিট এবং তরতাজা রাখা যাবে?

বর্তমানে ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে জোর চর্চা চলছে। যার ফলে ইংল্যান্ডে পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলানো হয় বুমরাকে‌। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলান মহম্মদ সিরাজ। বুমরার ফিটনেসের দিকে বাড়তি নজর থাকবে। ইংল্যান্ডে তারকা পেসারকে মাত্র তিনটে টেস্ট খেলানোর সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে ঘরের মাঠে কোনওভাবেই চারটে টেস্টে খেলানো হবে না তাঁকে। তার আরও বড় কারণ, আগামী বছরের শুরুতে ভারতে টি-২০ বিশ্বকাপ। সেটাকেই পাখির চোখ করে এগোতে চাইবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। 

২। ব্যাটিংয়ে ওয়ান ডাউনে কাকে নামানো হবে? 

ইংল্যান্ড সফরে সাই সুদর্শন এবং করুণ নায়ারকে এই পজিশনে খেলতে দেখা যায়। তবে সুযোগের সদ্ব্যবহার কেউই করতে পারেনি। ইংল্যান্ডের পেস সামলাতে হিমসিম খায় দু'জনেই। এদের মধ্যে একজন অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আবার সুযোগ পাবে। সুযোগ কাজে লাগাতে পারবে কিনা সেটাই দেখার। তিন নম্বরে একজন স্থায়ী ব্যাটারের খোঁজে থাকবে ভারত।

৩। স্পিন বিকল্প কী হতে পারে?

উপমহাদেশের পরিবেশের সঙ্গে ইংল্যান্ডের কোনও মিল নেই। সুতরাং, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিঃসন্দেহে কুলদীপ যাদবকে খেলানো হবে। ইংল্যান্ডে সুযোগ পাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন চায়নাম্যান। কিন্তু ব্যাটিং আরও জোরদার করতে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। এই জুটির জন্য ড্র হয় ম্যাঞ্চেস্টার টেস্ট। ব্যাটিংয়ে পাশাপাশি বল হাতেও সফল তাঁরা।

৪। কোন অলরাউন্ডারদের খেলানো হবে?

এই মুহূর্তে টেস্ট একাদশে নিশ্চিত রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসা রাখা হবে, না ফেরানো হবে নীতিশ কুমার রেড্ডিকে? এটাই এখন বড় প্রশ্ন। ওয়াশিংটন এবং রেড্ডি, দু'জনেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা। জাদেজা কেরিয়ারের সায়হ্নে। কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে পাল্লাভারী হতে পারে দুই তরুণ তারকার। কারণ ভবিষ্যতের কথা ভেবে এগোতে চাইবেন গম্ভীর। 

৫। ইংল্যান্ডের সাফল্য ধরে রাখতে পারবেন সিরাজ?

যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতের বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দেন মহম্মদ সিরাজ। ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন সিরাজ। তবে ইংল্যান্ডের সাফল্যের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। কারণ ঘরের মাঠের তুলনায় বিদেশের মাটিতে তাঁর গড় ভাল। সাফল্যও বেশি। যদিও প্রত্যেক ম্যাচে তাঁর থেকে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রত্যাশা করা যাবে না।