আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশের ব্রিসবেন হিট ও হোবার্ট হারিকেনের ম্যাচ চলছিল গাব্বায়। 

সেই ম্যাচ চলাকালীন আগুন লাগে বিনোদনের জন্য তৈরি মঞ্চে। আসলে সেটা ছিল ডিজে বুথ। আগুনের গ্রাসে সেই ডিজে বুথ। 

হারিকেনের ইনিংসের চতুর্থ ওভারের পরই আগুন লাগে ডিজে বুথে। মিনিট পাঁচেকের মতো খেলা বন্ধ থাকে। অগ্নি নির্বাপক এবং ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করে আগুন নেভানো হয়।

 

ফক্স রিপোর্টের খবর অনুযায়ী, ভর্তি স্টেডিয়ামের যে অংশে আগুন লাগে, নিরাপত্তার জন্য সেই অঞ্চল থেকে দর্শকদের সরানো হয়। ধোঁয়ায় ভরে যায়। তবে ভাগ্যক্রমে কারও চোটআঘাত লাগেনি। আগুন নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গেই ম্যাচ ফের শুরু হয়।

?ref_src=twsrc%5Etfw">January 16, 2025

২০২৩ সালের মার্চে ব্রিসবেন লায়ন্স ও মেলবোর্ন ডেমন্স ম্যাচও বন্ধ ছিল বিদ্যুৎ বিভ্রাটের জন্য। ২০১৫ সালে স্ট্যান্ডে আগুন ধরে। 
এই ম্যাচে হারিকেন হারায় হিটকে। ২০২ রান তাড়া করতে নেমে শেষ বলে ম্যাচ জেতে হারিকেন।