আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির পাস থেকে অসাধারণ গোলও করেছিলেন। সেই নাহুয়েল মোলিনার শ্বশুরবাড়িতে ডাকাতির চেষ্টা। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বাড়িতে তাঁর শ্বশুরের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে আট জন দুষ্কৃতী।


আর্জেন্টিনার এই সাইডব্যাক বর্তমানে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন। দেশের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন। ২০২৪–র কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন তিনি। জানা গেছে, বুয়েনস আইরেসের লানুসে তাঁর শ্বশুরবাড়িতে কালো মুখোশ পরে আট জন দুষ্কৃতী হামলা চালায়। সেই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে।


পরে মোলিনার শ্বশুর ক্লদিও জানান যে, তারা ঘরে বসে টিভি দেখছিলেন। সেই সময় বাইরে চেঁচামেচি শুনতে পান। আচমকাই কালো পোশাক পরা কয়েকজন জোর করে ঘরে ঢুকে পড়ে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে শোওয়ার ঘরে নিয়ে যায়। ক্রমাগত জিজ্ঞেস করতে থাকে, ঘরে টাকা কোথায় আছে। তবে মোলিনার পরিবারের সৌভাগ্য যে, সেই সময় পুলিশ তাঁদের বাঁচাতে এগিয়ে আসে। ভয় পেয়ে দুষ্কৃতীরা বাড়ির বাইরে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।


অবশেষে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তখনও ক্লদিওর মাথায় বন্দুক রেখে পিছনের দরজা খুলতে তাঁকে বাধ্য করা হয়। এই ঘটনায় কেউ আহত হননি। তবে ক্লদিও জানিয়েছেন, ‘‌খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, ওরা আমাকে মেরে ফেলবে। এমনকী দরজা খুলতেও হাত কাঁপছিল। মনে হচ্ছিল, যে কোনও সময়ে গুলি চালিয়ে দেবে।’‌


এটা ঘটনা, নাহুয়েল মোলিনা ২০২২ বিশ্বকাপে নজর কেড়েছিলেন। আবার সামনের বছর হবে বিশ্বকাপ। তবে প্রশ্ন ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন?‌ যদিও মেসি নিজে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। এটাও বলেছেন, এখনই ওই পর্যন্ত না ভেবে এগোতে চান ধীরে ধীরে। এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দাবি, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর সময় এখনো আসেনি। এখনই তা বলে দেওয়া মানে ব্যাপারটা একটু আগেভাগে হয়ে যায়।


প্রসঙ্গত, স্কালোনির হাত ধরেই ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে। তার পর থেকেই নিয়মিত প্রশ্ন উঠছে, মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। তবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে খেলতে ৩৭ বছর বয়সী মেসির ওপর স্কালোনি কোনও চাপ তৈরি করবেন না বলেও জানিয়েছেন। বলেছেন ‘সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’

আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করে ফেলেছে। এই পর্বের ম্যাচে তারা খেলেছেও দুর্দান্ত। রয়েছে একেবারে শীর্ষে। ব্রাজিলকেও হারিয়েছিল। তবে সেলেকাওরাও বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি নতুন করে দল সাজাচ্ছেন। জানিয়েছেন পুরো ফিট নেইমারকে তিনি চান। 


নেইমার স্যান্টোসে ফিরে এসেছেন। কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে ছন্দে ফিরতে আরও সময় লাগবে ফুটবলারটির। সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে নেইমারের। তাই তিনি সেরাটা দেওয়ার জন্য যে মুখিয়ে থাকবেন তা বলাই যায়।