আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়েছে আইএসএল। এবার খেলছে কলকাতার তিন প্রধান। সুতরাং ম্যাচের সংখ্যা অনেক বেশি। সব ম্যাচই শুরু সন্ধে সাড়ে সাতটায়। শেষ হতে রাত সাড়ে ন'টা।মোহনবাগান, ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়াম। মহমেডান স্পোর্টিং খেলছে কিশোর ভারতী স্টেডিয়ামে। যুবভারতী ক্রীড়াঙ্গনে রাত পর্যন্ত আইএসএলের ম্যাচ দেখে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে কলকাতার ফুটবলপ্রেমীরা। এবার তাঁদের জন্য সুখবর। সমর্থকদের কথা ভেবে এবার থেকে বিশেষ ব্যবস্থা নিল মেট্রো রেলওয়ে। সোমবার মোহনবাগান-নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ থেকেই এই পরিষেবা চালু হবে।
আইএসএলের ম্যাচের দিন রাতে বাড়তি ট্রেন চালানোর জন্য মেট্রো রেলওয়েকে অনুরোধ জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। খেলা শেষ হওয়ার পর মেট্রো পরিষেবা চালু রাখার কথা বলা হয়। ফেডারেশনের অনুরোধ রাখল মেট্রো রেলওয়ে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকদের কথা মাথায় রেখে ম্যাচের দিন মেট্রো পরিষেবা বাড়ানো হল। ম্যাচের দিনগুলোতে যুবভারতী থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো রাত ১০.১৫ মিনিটে ছাড়বে। সেপ্টেম্বরের ২৩ এবং ২৭ তারিখে এই পরিষেবা পাবে কলকাতার ফুটবলপ্রেমীরা। অক্টোবরে ৫ এবং ১৯ এবং নভেম্বরের ৯, ২৩, ২৯ ও ৩০ তারিখ এই বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ডিসেম্বরের ১২, ১৪, ১৭ এবং ২১ তারিখ বাড়তি মেট্রো চলবে। অর্থাৎ যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচের দিনগুলোতে এই পরিষেবা পাওয়া যাবে।
