আজকাল ওয়েবডেস্ক: নিজেকে ধীরে ধীরে ব্যাটিং অর্ডারে তুলে আনছেন। কিন্তু দলকে জেতাতে পারছেন না। একদিন নেমেছিলেন নয় নম্বরে। যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর নিজেকে নিয়ে আসেন সাতে। মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে পাঁচে এসেছিলেন ধোনি। ১২ বলে ২৭ রান করেছেন। একটি চার ও তিনটি ছয় মেরেছেন। কিন্তু দলকে জেতাতে ব্যর্থ।
রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্করেরও আগে নেমেছিলেন ব্যাট হাতে। তবুও কী দেরি হয়ে গেল মাহির ২২ গজে নামতে! নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ও আইপিএল ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে, রান তাড়া করার ক্ষেত্রে ধোনির আরও একটু আগে নামা উচিত ছিল। কারণ ধোনি যখন ক্রিজে আসেন, তখন চেন্নাইয়ের ২৫ বলে ৬৯ দরকার। কিন্তু এখন আর তিনি সেই ধোনি নন। যে একাই উড়িয়ে দেবেন। তবুও ১২ বল খেলে মেরেছেন তিনটে ছয়। ডুলের কথায়, ‘১২ বলে ধোনি মারল তিনটে ছয়। আর গোটা চেন্নাই ইনিংসে হয়েছে পাঁচটি ছয়। এই ঘটনাই স্পষ্ট করে দেয় যে বড় বড় ছয় মারার ক্ষমতা ধোনির এখনও রয়েছে। সেকারণেই বারবার বলা হচ্ছে ধোনি আরও উপরে ব্যাট করুক। দুই উইকেট চলে যাওয়ার পরেই ধোনির ক্রিজে যাওয়া উচিত ছিল। কিন্তু এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। ধোনির কিছু করার নেই।’
ডেভন কনওয়েকে রিটায়ার্ড আউট করিয়ে জাদেজাকে নামানো হয়। ডুলের মতে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। জাদেজার জন্য কাজটা অত্যন্ত কঠিন ছিল। তবে এই প্রশ্নও উঠছে যে কনওয়েকে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত কী ঠিক! ডুলের কথায়, ‘কনওয়েকে রিটায়ার্ড আউট করানোটা বেশ চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল। ৪৯ বলে তখন ৬৯ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। উইকেটে থিতু হয়ে গেলেও স্ট্রাইক রেট বাড়াতে পারেনি। যেখানে স্ট্রাইক রেট ১৯০ দরকার ছিল। সেখানে কনওয়ের ছিল ১৪০। আরও আগে রিটায়ার্ড আউট করালে ভাল হত। তাহলে জাদেজার হাতে আরও কিছু বল থাকত।’ এরপরই ডুল জানান, তিন বা চারে ধোনি নামলে সবচেয়ে ভাল হত। যখন রান রেট গিয়ে দাঁড়িয়েছে ১৪–য়।
