আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৩ বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। বহু প্রত্যাশা নিয়ে ২০০৭ বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল টিম ইন্ডিয়া। যে দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। আর কোচ গ্রেগ চ্যাপেল। ভারতের গ্রুপে ছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বারমুডা। কিন্তু ভারত খালি জিতেছিল বারমুডা ম্যাচ। প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয়েছিল। কেন এই ব্যর্থতা?‌ কম কাটাছেঁড়া হয়নি। ওই দলের ক্রিকেটার রবীন উথাপ্পা জানিয়েছেন, দলের পরিবেশ সেবার ভাল ছিল না। উথাপ্পার কথায়, ‘‌সেবার দলের পরিবেশ খুব খারাপ ছিল। একটা দলে রয়েছে ১৫ জন ক্রিকেটার। কিন্তু সিদ্ধান্ত একজনই নিয়ে যাচ্ছিলেন।’‌ উথাপ্পার কথায়, ‘‌একজন তরুণ ক্রিকেটার হিসেবে গ্রেগ চ্যাপেলকে পছন্দ করতাম। তখন সদ্য দলে এসেছি। চ্যাপেল তরুণদের গুরুত্ব দিতেন। একজন ২০ বছরের তরুণ হিসেবে দেশের হয়ে খেলা, বিশ্বকাপ জেতা ছিল স্বপ্ন।’‌

তাঁর আরও সংযোজন, ‘ভারতীয় দলে সুযোগ পেলে নিজেকে বস বস মনে হয়। আমারও হত। দলের জন্য সেরাটা দিতে চাইতাম।’‌ এরপরই উথাপ্পা বলেছেন, ভারতীয় সংস্কৃতি চ্যাপেল বুঝতেন না। অস্ট্রেলিয়ানদের মানসিকতা নিয়ে দল চালাতে চাইতেন। তিনি বলেছেন, ‘‌অস্ট্রেলিয়ান কালচার ভারতীয় ক্রিকেটে আমদানি করতে চেয়েছিলেন চ্যাপেল। মনে হয় না ভারতীয় সংস্কৃতিকে তিনি খুব একটা শ্রদ্ধা করতেন। আর সেকারণেই দলের পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছিল।’‌ উথাপ্পা আরও যোগ করেছেন, ‘‌অনুশীলনে কঠোর নীতি আরোপ করেছিলেন চ্যাপেল। প্রচুর পরিশ্রম করতে হত। সিনিয়ররা ধীরে ধীরে চ্যাপেলকে অপছন্দ করতে শুরু করেন। চ্যাপেলের আরও একটা খারাপ গুণ ছিল। ওঁনার পরিকল্পনা অনুযায়ী না চললে তিনি সেই কথা বাইরে বলতেন। ড্রেসিংরুমের কথা বাইরে চলে যেত। সিনিয়ররা বিরক্ত হত।’‌