আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত ও বিরাট কেরিয়ারের একেবারে শেষ লগ্নে। বর্ডার গাভাসকার ট্রফিতে দু’‌জনেই ব্যর্থ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দুই তারকাই আছেন। অধিনায়ক হিসেবেই দলে আছেন রোহিত। তবে লাল বলের ক্রিকেট আর সাদা বলের ক্রিকেট এক নয়। আর দু’‌জনেই সাদা বলের ক্রিকেটে সেরা ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ক্রিকেটারকেই দরকার। 


প্রসঙ্গত, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় কোহলির। এখনও অবধি ২৯৫ রানে বিরাট করেছেন ১৩,৯০৬ রান। রোহিতের অভিষেক হয়েছিল ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৬৫ ম্যাচে রোহিত করেছেন ১০,৮৬৬ রান। 


কাইফের কথায়, রোহিতের বয়স এখন ৩৭। বিরাটের ৩৬। তাই খুব বেশিদিন দুই ক্রিকেটারকে হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। কাইফ বলেছেন, ‘‌বিরাট ও রোহিতকে এখনও ভারতের দরকার। ওঁদের জন্য প্রার্থনা করুন। পাশে থাকুন। সাদা বলের ক্রিকেটে দু’‌জনেই অন্যতম সেরা। দুই ক্রিকেটারই হয়ত আর বেশিদিন খেলবে না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ক্রিকেটারই বড় অবদান রাখতে পারে। দু’‌জনে ভাল খেললে ভারত ম্যাচ জিততে থাকবে। রোহিত ঝোড়ো শুরু করলে সেই সুযোগটা বিরাট নিয়ে যাবে।’‌ বিরাটকে নিয়ে কাইফ বলেছেন, ‘‌সাদা বলে বিরাট অন্য লেভেলের প্লেয়ার। দুবাইয়ে শেষবার বিরাট ৬১ বলে ১২২ রান করেছিল আফগানদের বিরুদ্ধে। সেটা ছিল টি২০ ম্যাচ। দুবাইয়ে বিরাট খেলতে ভালবাসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিরাট ভাল করবে। একদিনের ক্রিকেটে ৫০ খানা শতরান রয়েছে। তাই বিরাটকে ভুলে গেলে চলবে না।’‌