আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দু'টেস্টের সিরিজে অন্য এক টিম ইন্ডিয়াকে দেখা গিয়েছে। রোহিত শর্মা, গৌতম গম্ভীরের যুগলবন্দিতে ২-০ তে সিরিজ জেতে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জেতেন রোহিতরা। কানপুরে দ্বিতীয় টেস্ট সবার নজর কেড়েছে। গ্রিনপার্কে আগ্রাসী মনোভাবে মাত্র আড়াই দিনে ৭ উইকেটে বাজিমাত করে ভারত। বৃষ্টির জন্য দ্বিতীয় এবং তৃতীয় দিন এক বলও খেলা হয়নি। কিন্তু আক্রমনাত্মক ক্রিকেটে পঞ্চম দিন ৭ উইকেটে জেতে রোহিত অ্যান্ড কোম্পানি। সিরিজ সেরা হন অশ্বিন। বলের পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়েন। ভারতীয় স্পিনারের ভূয়সী প্রশংসা করেন যতীন পরাঞ্জপে। থ্রিলার উপন্যাসের সঙ্গে অশ্বিনের পারফরম্যান্সের তুলনা করেন বোর্ডের প্রাক্তন নির্বাচক। যতীন পরাঞ্জপে বলেন, 'অশ্বিনের তিন থেকে পাঁচটা সেরা বছর সামনে পড়ে আছে। ওকে ব্যাট এবং বল করতে দেখা একটা থ্রিলার উপন্যাস পড়ার মতো। শ্বাস বন্ধ করে পরের বলের জন্য অপেক্ষা করা। ঠিক যেমন একটা বইয়ে পরের পাতার জন্য অপেক্ষা করতে হয়।'

বোর্ডের প্রাক্তন নির্বাচক মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির ট্রেলার ছিল কানপুর টেস্ট। এই প্রসঙ্গে যতীন পরাঞ্জপে বলেন, 'আমার মনে হয় অশ্বিন দারুণ ফর্মে আছে। কানপুর টেস্টে যা হয়েছে সেটা অস্ট্রেলিয়ায় যা হতে পারে তার ট্রেলার ছিল।' তাঁর পছন্দের ক্রিকেটারদের মধ্যে দুই বাঁ হাতি যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থকে বেছে নিলেন বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক। জাতীয় দলে সুযোগ না পেলেও, তাঁর পছন্দের তালিকায় আছেন পৃথ্বী শও।