আজকাল ওয়েবডেস্ক:  শেষ পর্যন্ত  বরখাস্তই করা হল এরিক টেন হ্যাগকে। তাঁর জায়গায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন রুড ভ্যান নিস্তেলরয়। 

এরিক টেন হাগের চেয়ার ছিল নড়বড়ে। এই আছেন, এই নেই মনে হচ্ছিল। রবিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে হারের পরে বরখাস্ত হতে হল টেন হাগকে। 

ক্লাবের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতির মাধ্যমে টেন হাগের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ঘোষণা করে ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডে এরিক টেন হাগের আড়াই বছরের অধ্যায় শেষ হয়ে গেল এদিনই।

এরিক টেন হাগের পরিবর্তে কার হাতে তুলে দেওয়া হবে ম্যান ইউর দায়িত্ব। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রুড ভ্যান  নিস্তেলরয়। 

জুলাই থেকেই টেন হাগের সহকারী হিসেবে রয়েছেন ম্যান ইউ-এর প্রাক্তন এই তারকা। 

সাফল্যের মুখ দীর্ঘদিন ধরে দেখছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আরও নির্দিষ্ট করে বললে, স্যার অ্যালেক্স ফার্গুসন সরে যাওয়ার পর থেকেই খারাপ সময় চলছে এই বিখ্যাত ক্লাবের।  ২০২২ সালের টেন হাগের হাতে তুলে দেওয়া হয়েছিল দায়িত্ব। শুরুটা আশাব্যঞ্জক ছিল।  ২০২২-২৩ প্রিমিয়ার লিগে তৃতীয় হয় তারা। লিগ কাপ জিতেছিল সেবার। 
কিন্তু, গত মরশুমে হতশ্রী পারফরম্যান্স করে ম্যান ইউ। সেই সময়ে এরিক টেন হাগের চাকরি যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমক দেয় তারা। 

কিন্তু, চলতি মরশুমে সেই ব্যর্থতাই সঙ্গী হয়। ইউরোপা লিগে তিন ম্যাচ খেলে জিততে পারেনি একটি ম্যাচও। প্রিমিয়ার লিগে প্রথম ৯ রাউন্ডে জিতেছে মাত্র ৩টি ম্যাচ। 
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ''এরিক টেন হাগ যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।''