আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট পেল আরও তিনটি দেশ। তারা হল ইংল্যন্ড, কাতার ও সৌদি আরব। তবে পর্তুগাল জিতলেও তাদের আরও অপেক্ষা করতে হবে। চাই আরও এক পয়েন্ট।
গ্রুপ কে–তে টানা টানা ছ’টি ম্যাচ জিতেছে তারা। মঙ্গলবার লাতভিয়াকে হারিয়েছে ৫–০ গোলে। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে। মঙ্গলবার ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্টনি গর্ডন। এর পর হ্যারি কেন জোড়া গোল করেন, যার একটি পেনাল্টি থেকে। চলতি মরসুমে ক্লাব এবং দেশ মিলিয়ে ১৩ ম্যাচে ২১ গোল হয়ে গেল তাঁর। ম্যাক্সিমাস টোনিসেভস আত্মঘাতী গোল করার পর ইংল্যান্ডের পঞ্চম গোল এবেরেচি ইজের।
গ্রুপ এফ–এ পর্তুগাল ২–২ ড্র করেছে হাঙ্গেরির বিরুদ্ধে। রোনাল্ডো জোড়া গোল করলেও জয় আসেনি। তবে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন সবচেয়ে বেশি গোল তাঁর। ৫১ ম্যাচে ৪১ গোল হয়ে গেল। টপকে গেলেন গুয়াতেমালার কার্লোস রুইজকে, যাঁর ৪৭ ম্যাচে ৩৯ গোল রয়েছে। তৃতীয় স্থানে মেসি। তিনি ৭২টি ম্যাচে ৩৬টি গোল করেছেন।
এদিকে, কাতার এবং সৌদি আরব দুই দেশই আমেরিকায় হতে চলা বিশ্বকাপে জায়গা করে নিল। মঙ্গলবার কাতার ২–১ গোলে হারিয়েছে আমিরশাহিকে। অন্য দিকে, সৌদি আরব গোলশূন্য ড্র করেছে ইরাকের সঙ্গে। এই প্রথম বার কাতার যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের টিকিট পেল। গত বার খেলেছিল আয়োজক হিসাবে। সৌদি আরব সপ্তম বার বিশ্বকাপের টিকিট পেল।
স্পেন ও ইতালি নিজেদের ম্যাচ জিতলেও এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি। আর প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৬ গোলে।
