আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌অপারেশন সিঁদুর’‌। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ পর্যটকের মৃত্যুর বদলা নিয়েছে ভারত। বুধবার গভীর রাতে পাক ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত নয় জায়গায় এয়ার স্ট্রাইক চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি। এরপরেই টেনশন বেড়েছে পাকিস্তানে।


এই মুহূর্তে পাকিস্তানে চলছে পাকিস্তান সুপার লিগ। ভারত বাদে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ভারতের এয়ার স্ট্রাইকের পর সবচেয়ে বেশি ভীত হয়ে পড়েছেন ইংরেজ ক্রিকেটাররা। তাঁরা দ্বিধাভক্ত যে পাকিস্তান ছাড়বেন না থেকে যাবেন।


এক সংবাদমাধ্যম সূত্রে খবর, কিছু ক্রিকেটার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ দেশে ফিরে যেতে চাইছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ভারতের হামলার পর জরুরী বৈঠক ডেকেছিল। ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়েছে। বেশিরভাগ ক্রিকেটারই নাকি বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাঁরা সন্তুষ্ট। এখনই পাকিস্তান ছাড়তে চান না।


পিএসএলে অংশ নিয়েছেন স্যাম বিলিংস, জেমস ভিনস, টম কারান, ডেভিড উইলি, ক্রিস জর্ডন, টম কোহলার–ক্যাডমোর, লুক উডের মতো ইংরেজ ক্রিকেটাররা। আবার কোচিংয়ের দায়িত্বে রয়েছেন রবি বোপারা, অ্যালেকজান্দ্রা হার্টলের মতো প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা। তারাও এখন পাকিস্তানে রয়েছেন।


এটা ঘটনা এখন পিএসএল না খেলে দেশে ফিরলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই দেশে ফিরতে চাইছেন না ইংরেজ ক্রিকেটাররা। কারণ প্রতি ম্যাচ অনুযায়ী ক্রিকেটারদের টাকা দেওয়া হয়। পিএসএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ১১ মে।


ইংরেজ ক্রিকেটারদের এক এজেন্ট জানিয়েছেন, ‘‌পিএসএলে নিরাপত্তা নিয়ে সমস্যা নেই। তাই ক্রিকেটাররা নিশ্চিন্তে আছেন। তবে আচমকা কিছু হলে তখন ভাবতে হবে।’‌ তবে সূত্রের খবর, ডেভিড উইলি ও ক্রিস জর্ডন পাকিস্তান ছাড়তে চাইছেন। দু’‌জনেই খেলছেন মুলতান সুলতানসে। এই ব্যাপারে ফ্রাঞ্চাইজি কর্তাদের সঙ্গে কথাও বলেছেন তাঁরা। কারণ তাঁদের দল প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে।


যদিও পাক ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ীই পিএসএলের খেলা হবে। ১৮ মে ফাইনাল হবে লাহোরে।