আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট জেতা সত্ত্বেও বড় সেটব্যাক ইংল্যান্ডের। বেন স্টোকসদের দুই পয়েন্ট কেটে নেওয়া হল। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কিছুটা ধাক্কা খেল ইংল্যান্ড। পাশাপাশি তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হল। বুধবার একটি বিজ্ঞপ্তিতে শাস্তির ঘোষণা করা হয়। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পেনাল্টি নিশ্চিত করেন। দুই পয়েন্ট খোয়ানোর ফলে, ২৪ থেকে ২২ পয়েন্টে দাঁড়াল ইংল্যান্ডের। যার প্রভাব পড়ল পয়েন্টের হারেও। ৬৬.৬৭ থেকে ৬১.১১ তে নেমে এল। এই পেনাল্টি ঘোষণার আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু এই শাস্তির ফলে তিন নম্বরে নেমে গিয়েছে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, সময়ের মধ্যে বল করতে না পারলে ওভার প্রতি ম্যাচ ফির থেকে ৫ শতাংশ কাটা হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে ১৬.১১.২ ধারা অনুযায়ী, ওভার প্রতি এক পয়েন্ট কাটা যায় দলের। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম হওয়ায় দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। নিজেদের ভুল স্বীকার করে নেন বেন স্টোকস। তাই শুনানির কোনও প্রশ্ন নেই। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তিনের মধ্যে দুটো ম্যাচ জিতেছে। একনম্বর স্থান অস্ট্রেলিয়ার দখলে। তিনের মধ্যে তিনটেতেই জিতেছেন প্যাট কামিন্সরা। তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। তিন টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতে চতুর্থ স্থানে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওভার রেটের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক পয়েন্ট পার্থক্য গড়ে দিতে পারে।
এদিকে লর্ডস টেস্ট হারের পরের দিনই প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করেন শুভমন গিলরা। মঙ্গলবার লন্ডনের ক্ল্যারেন্স হাউসে আমন্ত্রিত ছিল ভারতের ছেলেদের এবং মেয়েদের দল। শুধুমাত্র গিলরা নয়, ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারাও। ছেলেদের এবং মেয়েদের পুরো ক্রিকেট দল উপস্থিত ছিল। কয়েকজন ভারতীয় তারকার সঙ্গে আলাদা করে কথা বলেন কিং চার্লস। এই তালিকায় ছিলেন শুভমন গিল, যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ। কিং জানান, লর্ডস টেস্টের হাইলাইটস তিনি দেখেছেন। শুভমন বলেন, 'কিং চার্লসের সঙ্গে দেখা করে খুবই ভাল লেগেছে। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ওনার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে। কিং চার্লস আমাদের জানিয়েছে, লর্ডস টেস্টে যেভাবে আমাদের শেষ ব্যাটার আউট হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। বল গড়িয়ে গিয়ে উইকেটে লেগেছে। আমরা ওনাকে জানাই, ম্যাচটা আমাদের জন্য দুর্ভাগ্যের। লর্ডসে যেকোনো রেজাল্ট হতে পারত। আশা করছি, বাকি দুই টেস্টে ভাগ্য আমাদের সঙ্গ দেবে।' ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজ পকেটে পুরতে নামবে ইংল্যান্ড। অন্যদিকে টিকে থাকার লড়াই শুভমন গিলদের সামনে।
