আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম তথা শেষ টেস্টের আগে দলে পরিবর্তন করল ইংল্যান্ড। ফেরানো হল চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডারকে। ওভাল টেস্টের পর ১৫ জনের দলে ডাকা হল জেমি ওভার্টনকে। বৃহস্পতিবার ওভালে শুরু শেষ টেস্ট। ২০২২ সালে শেষবার লাল বলের ক্রিকেটে দেখা যায় ৩১ বছরের ইংলিশ অলরাউন্ডারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিডসে টেস্ট অভিষেক হয় ওভার্টনের। ৯৭ করার পাশাপাশি জোড়া উইকেট নেন। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনটে উইকেট নেন ইংল্যান্ডের পেসার। এবার তাঁকে দলে ডাকা হল। একটি মাত্র পরিবর্তন ছাড়া বাকি দল একই আছে। একটি বিবৃতিতে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট বোর্ড জানায়, 'ওভালে পঞ্চম টেস্টে সারের অলরাউন্ডার জেমি ওভার্টনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা।' 

লর্ডস টেস্ট জেতার পরও স্বস্তি ছিল না ইংল্যান্ড শিবিরে। আগের দিনই দুই পয়েন্ট কাটা গিয়েছে। তবে এবার দরাজ সার্টিফিকেট পান স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন সহকারী কোচ পল ফারব্রেস বেন স্টোকসের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে 'মানুষের নেতা' এবং 'আধুনিক ইয়ান বোথাম' বলে সম্বোধন করেন। একটি সাক্ষাৎকারে ফারব্রেস বলেন, 'বেন একজন নেতা। এটাই ওর সবচেয়ে ভাল দিক। আমরা সবাই অধিনায়কত্বের ট্যাকটিক্যাল দিকটা জানি। বেন একজন আদর্শ নেতা। যখন ট্রেভর বেলিস প্রথম বলেছিলেন, বেন ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে পারে, ইংলিশ মিডিয়ার অনেকেই হেসে বলেছিলেন, হাস্যকর কথা না বলাই ভাল। আমি যখন ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলাম। দেখতাম ওকে যত বেশি দায়িত্ব দেওয়া হত, তত ভাল পারফর্ম করত। ও বরাবরই একজন আদর্শ নেতা। বেন কিছু করলে সবাই তার অঙ্গ হতে চায়। সবাই ওর সঙ্গে থাকতে চায়। আমি একবারও বলছি না, ট্যাকটিক্যাল অধিনায়ক হিসেবে ও ভাল না। তবে ও একজন লিডার।' ইংল্যান্ড অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেও, বারবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়াচ্ছেন স্টোকস। ম্যাঞ্চেস্টারও ব্যতিক্রম নয়। রবীন্দ্র জাদেজার সঙ্গে 'হ্যান্ডশেক' বিতর্কে জড়ান। যা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। 

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস আটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভার্টন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টং এবং ক্রিস ওকহ।