আজকাল ওয়েবডেস্ক: পায়ের পাতায় চিড় ধরেছিল। উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি। কিন্তু দল যখন বিপন্ন ম্যানচেস্টারে, তখন তিনি ব্যাট হাতে তরতরিয়ে নেমে এলেন সাজঘর থেকে। ব্যাট করলেন বুকে সাহস নিয়ে। ঋষভ পন্থ সেদিন অবাক করে দিয়েছিলেন গোটা বিশ্বকে। অনিল কুম্বলের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছিল পন্থের।
ম্যানচেস্টার থেকে ওভাল আর কত দূর! সেখানেও তো দেখা গেল অসম সাহসী এক ক্রিস ওকসের লড়াই। দিনান্তে তিনি হয়তো পরাজিতের দলে। ইংল্যান্ড হেরে গেল। কিন্তু জিতে গেলেন ক্রিস ওকস।
আরও পড়ুন: ওভালে জনগণমন, সিরাজ ম্যাজিকে নাটকীয় টেস্টে ইংরেজ বধ ভারতের
চোটের জন্য বল করতে পারেননি ওকস। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। প্রথম দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ওকস। কাঁধের হাড় সরে গিয়েছে। তার পর আর ম্যাচে নামতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনে তিনি নিজের জীবন বাজি রাখতে পারেন। তিনি তৈরি ছিলেন। কাঁধের হাড় সরে গিয়েছিল ওকসের। প্রসিদ্ধ কৃষ্ণার ইয়র্কারে টংয়ের স্টাম্প উপড়ে যেতেই সাজঘর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলেন ওকস। তিনি ভাঙা হাতে লড়াইয়ের মঞ্চে অবতীর্ণ হন। ওই ব্যাট যেন তাঁর তলোয়ার।
এক হাতে ব্যাট। অন্য হাত স্ট্র্যাপ দিয়ে মোড়ানো ছিল। স্ট্রাইক পেলে এক হাতে তাঁকে ব্যাট করতে হবে। এমনকী বোলাররা তাঁকে ব্যাকফুটে ফেলার জন্য কাঁধ লক্ষ্য করে বল করতেও পারেন। ওকস দেশের জন্য, দলের জন্য মাভৈঃ বলে ব্যাট হাতে নেমে পড়লেন। উল্টোদিকে দাঁড়ানো অ্যাটকিনসন একাই সব বল মোকাবিলা করছেন। ওভারের শেষ বলে রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখছেন। একবার অ্যাটকিনসন দু'রান নিলেন। ক্যামেরা ধরল ওকসের মুখ। ব্যথায় কাতরাচ্ছেন তিনি। যন্ত্রণাকাতর ইংরেজ তারকা তবুও লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার বান্দা নন। একটি বলও তাঁকে খেলতে হয়নি। তবে সব তো রান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এমনকী ক'টা বল খেলেছেন তা দিয়েও ওকস-গাথাকে বিচার করা যাবে না। ওই রকম প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট করতে নামতে হলে বুকের খাঁচা বড় হওয়া দরকার। ওকস দেখিয়ে দিলেন তিনি সিংহহৃদয় এক ক্রিকেটার। হারার আগে হারতে রাজি নন। খেলার শেষে সিরাজ বুকে টেনে নিলেন ওকসকে। ইংল্যান্ডের তারকার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করলেন সিরাজ।
Arm in a sling, Chris Woakes has arrived to the crease ???? pic.twitter.com/D4QDscnfXE
— Sky Sports Cricket (@SkyCricket)Tweet by @SkyCricket
নাইটরা শিভ্যালরি দেখাতেন। বেন স্টোকস, অলি পোপের এই ইংল্যান্ড দলে আসল নাইট ক্রিস ওকসই। ১৬ মিনিট তিনি মাঠে ছিলেন। একটি বলও খেলেননি। খাতাও খোলেননি তিনি। এদিন সাহসিকতার এক অনন্য গাথা ওকস লিখে গেলেন ওভালে। দৃষ্টান্ত তৈরি করে গেলেন তিনি।
আরও পড়ুন: 'কোহলি, তোমাকে দেশের দরকার, ফিরে এসো', আবেগঘন বার্তা থারুরের
