আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ইংল্যান্ড। বুধবারের ম্যাচ নিয়মরক্ষার। তবে এই সিরিজ হার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ইংরেজ ওপেনার বেন ডাকেট। তাঁর কথায়, ফাইনালে দুই দেশের দেখা হলে জিতবে ইংল্যান্ডই। বেন ডাকেট বলেছেন, ‘‌আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এসেছি। ওটাই মূল লক্ষ্য। ভারতের কাছে ০–৩ হারলেও চিন্তিত নই। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা হলে ওদের হারিয়ে দেব। আমরা এখন পিক করছি। সবসময় পজিটিভ থাকছি। ঠিক সময়ে জ্বলে উঠব।’‌


কটক ম্যাচে ওপেন করতে নেমে ৫৬ বলে ৬৫ রান করেছিলেন ডাকেট। জাদেজাকে মারতে গিয়ে তিনি আউট হন। ডাকেট জানিয়েছেন, কোচ ব্র‌্যান্ডন ম্যাকালাম তাঁকে আক্রমণাত্মক খেলার ছাড়পত্র দিয়েছেন। ডাকেটের কথায়, ‘‌৬৫ রান করে আউট হলেও নিজের খেলার স্টাইল বদলাব না। আউট না হওয়া অবধি ভালই খেলছিলাম। কোচ আমাকে মারকুটে ব্যাটিংয়ের স্বাধীনতা দিয়েছেন। অনুশীলনেও মারকুটে ব্যাটিংই করি।’‌


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কঠিন গ্রুপে রয়েছে ইংল্যান্ড। বাকি দল গুলি হল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২২ ফেব্রুয়ারি লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সামনে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।