আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা লিগে শুক্রবার অভিযান শুরু করছে বিনো জর্জের ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। যদিও গতবারের খেতাব নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে আদালতে লড়াই চলছে ডায়মন্ড হারবারের। তার মধ্যেই শুক্রবার নামছে লাল হলুদ বাহিনী। 


গতবার কলকাতা লিগে একটিও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। ১১টি ম্যাচে জয়, একটি ড্র করেছিল তারা। মূলত তরুণ ফুটবলাররাই এখন কলকাতা লিগে খেলেন। আইএসএল ফুটবলারদের খেলায় না ক্লাবগুলি। 


এবারের দলে সুরচন্দ্র সিং, দীপেন্দু দুয়ারির মতো চেনা মুখ ছাড়াও গতবার জাতীয় পর্যায়ে খেলা একঝাঁক ফুটবলার রয়েছে লাল হলুদে। আর তাই নিজেদের শক্তির উপরেই ভরসা রাখছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। 


বৃহস্পতিবার চুটিয়ে অনুশীলন সেরেছে তারা। সবচেয়ে বড় কথা, আগের বছরের প্রায় পুরো দলটাই ধরে রাখা গিয়েছে। হীরা মণ্ডল, মহম্মদ মোশারফ ছাড়া তেমন কোনও বড় নাম দল ছাড়েননি। তন্ময় দাস, আদিত্য পাত্র, সায়ন বন্দ্যোপাধ্যায়, মনতোষ চাকলাদার, চাকু মাণ্ডি, নসিব রহমান, জেসিন টিকে, আমন সিকে, মহম্মদ রোশাল, ভনলালপেকা গুইতে, কুশ ছেত্রীরা এবারও বড় ভরসা দলের। সঙ্গে এবার যোগ হয়েছে মনোতোষ মাঝি, সঞ্জয় ওরাওঁ, বিক্রম প্রধানদের মতো ফুটবলাররা।