আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের প্রথম দুটো ম্যাচে হার মানতে হয়েছে ইস্টবেঙ্গলকে। বেঙ্গালুরু ও কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পরে 'গেল গেল' রব তুলেছিলেন সমর্থকরা।
শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচে নামছে কার্লেস কুয়াদ্রাতের দল। তার আগে ইস্টবেঙ্গল শিবিরে দুঃসংবাদ। ডেঙ্গি আক্রান্ত স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো।
গত কয়েকদিন ধরে জ্বর ছিল ক্রেসপোর। সেই কারণে স্প্যানিশ মিডফিল্ডারের ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সল ক্রেসপোর রক্তের রিপোর্ট আসার পরে দেখা গিয়েছে তিনি ডেঙ্গি আক্রান্ত। এই পরিস্থিতিতে এফসি গোয়ার বিরুদ্ধে অনিশ্চিত সল ক্রেসপো। তবে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে মাদিহ তালাল বলেন, ''সল ক্রেসপো খেলতে পারবে না এমন কোনও তথ্য আমার কাছে নেই।'' এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগেরদিন অনুশীলনে আনা হয়েছে সল ক্রেসপোকে।
শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জ্বর নিয়েই খেলেছিলেন সল। কলকাতায় ফেরার পরে দলের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। প্রথমবারের পরীক্ষায় ডেঙ্গি নেগেটিভ এলেও, এদিনের রিপোর্টে ডেঙ্গি পজিটিভ এসেছে।
এদিকে এবারের আইএসএল শুরুর পরে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের উপরে চাপ বাড়ছিল। এমন পরিস্থিতিতে লাল-হলুদ কিন্তু স্প্যানিশ কোচের পাশেই দাঁড়িয়েছে।
প্রথম দুটো ম্যাচে পরাজয় স্বীকার করে নিলেও পরবর্তী ম্যাচগুলোয় ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। হারের স্মৃতি মুছে ফেলে ঘুরে দাঁড়াতে চাইছেন স্বয়ং কুয়াদ্রাতও।
এবার দলগঠনের উপরে জোর দেওয়া হয়েছে। গতবারের আইএসএলে সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে আনা হয়েছে। সর্বোচ্চ অ্যাসিস্ট করা মাদিহ তালালের পিঠে উঠেছে লাল-হলুদ জার্সি। এসেছেন আরও কয়েকজন। তবুও প্রত্যাশিত ফলাফল মিলছে না। এফসি গোয়া ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায় কি না সেটাই দেখার।
