আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে লাগাতার ব্যর্থতা সঙ্গী। এই আবহেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজ খেলতে ভুটানে পৌঁছল লাল-হলুদ শিবির। বৃহস্পতিবার দুপুর ৩.১৫ মিনিট নাগাদ পারো আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইস্টবেঙ্গল। থিম্পু পৌঁছেছে বিকেল সাড়ে চারটে নাগাদ।
ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে পারো এফসি, বসুন্ধরা কিংস এবং নেজমেহ। শনিবার লাল-হলুদ নামছে পারোর বিরুদ্ধে। তার পরে বসুন্ধরা ও নেজমেহর সঙ্গে খেলা রয়েছে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
আইএসএলের ব্যর্থতা ভুলে এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্য পাওয়ার জন্য ঝাঁপাবে লাল-হলুদ। নতুন কোচ অস্কার ব্রুজোঁর কাছেও নতুন চ্যালেঞ্জ। ডার্বি ম্যাচের দিন সকালে শহর কলকাতায় পা রেখেছেন অস্কার। তাঁর হাতেই ছিল ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল। স্প্যানিশ কোচের উপস্থিতি লাল-হলুদকে জেতাতে পারেনি। ওড়িশার বিরুদ্ধে আগের থেকে ভাল খেললেও এখনও পয়েন্ট আসেনি লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে।
এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল পাচ্ছে আনোয়ার আলিকে। ক্রমাগত শুনানি পিছোচ্ছে আনোয়ারের। এই এএফসি চ্যালেঞ্জ লিগ ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। অস্কারের লাল-হলুদ কী করে সেটাই দেখার।
