আজকাল ওয়েবডেস্ক: ইরানের ক্লাবকে হারিয়ে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভাল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই উহান জিয়াংদা উওমেন্স এফসি-র কাছে ২-০ গোলে হার মানল লাল-হলুদ ব্রিগেড। আরও বেশি গোলে জিততেই পারত উহান। সুযোগ যেমন তারা তৈরি করল, তেমনই সুযোগ নষ্টও হল। গোলগুলো হয়ে গেলে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট হত। প্রথমার্ধেই দুটো গোল করে উহান। তার পরে আর গোল হয়নি। খেলার ৮ মিনিটে ওয়াং শুয়াং গোল করে এগিয়ে দেন উহানকে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে তখন হাঙরের হাঁ। উহানের দ্বিতীয় গোলটি ১৭ মিনিটে। পেনাল্টি থেকে ওয়াং শুয়াং দ্বিতীয় গোলটি করেন দলের হয়ে। 

ইরানের ক্লাব বাম খাতুনকে ৩-১ গোলে হারিয়ে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল হেরে গেলেও শেষ আটে যাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে না। 

দু'গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে জ্বলে উঠবে বলে ধরেই নিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু উহান আরও গোলের সুযোগ তৈরি করে। কখনও বারে লেগে ফিরে আসে, কখনও লাল-হলুদের ডিফেন্ডারের শরীরে বল লেগে তা বাইরে চলে যায় আবার কখনও ইস্টবেঙ্গলের গোলকিপার বাঁচান দলকে। তবে উহান জিয়াংদা লাগাতার চাপ তৈরি করে রাখে। সেই চাপ সামলে ইস্টবেঙ্গলের পক্ষে গোলের ব্যবধান কমানো সম্ভব হয়নি। 

ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে উহান, নাসাফ ও বাম খাতুন। লাল-হলুদ প্রথম ম্যাচ জিতলেও, উহান ও নাসাফের খেলা ১-১ গোলে শেষ হয়েছিল। ফলে এদিন কেবল এক পয়েন্ট পেলেই ইস্টবেঙ্গল পৌঁছে যেত নক আউট পর্বে। সেই জায়গায় ম্যাচটা হারতে হল। তিনটি গ্রুপের সেরা দুই দলের পাশাপাশি সেরা তৃতীয় স্থানাধিকারী দুটো দলও শেষ আটে পৌঁছবে।