আজকাল ওয়েবডেস্ক: আশা জাগিয়েও শেষমেশ আশাভঙ্গের গল্প লিখলেন ইস্টবেঙ্গলের মেয়েরা

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রবিবার উজবেকিস্তানের ক্লাব নাসাফের কাছে ৩-০ গোলে হার মানল ইস্টবেঙ্গল। আর এই হারের ফলে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের যাওয়ার আশা শেষ হয়ে গেল।

ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। মহিলাদের এএফসি চ্য়াম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্লাব গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে পারেনি। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এমন নজির গড়ার সামনেই ছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। কিন্তু তিন-তিনটি গোল করে নাসাফ ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে দিল। ১৮ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল নাসাফ। ৫২ মিনিটে দ্বিতীয় গোল করে নাসাফ ইস্টবেঙ্গল অবশ্য গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন সৌম্যা। খেলার একেবারে শেষ লগ্নে আরও একটি গোল করে নাসাফ

দু' গোলে হারলে ক্ষীণ একটা আশা ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কিন্তু তিন গোলে হেরে যাওয়ায় ইস্টবেঙ্গলের স্বপ্ন শেষ হয়ে গেল।