আজকাল ওয়েবডেস্ক: দেশের কোনও ফুটবল ক্লাব এখনও পর্যন্ত যা করতে পারেনি, সেটা করে দেখাল ইস্টবেঙ্গল। ফুটবলার গড়ে তোলার বৃহত্তর কর্মকান্ডকে রূপায়িত করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। শুরু হতে চলেছে 'ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স'। যেখানে থাকবে বিশ্বমানের ফুটবল পরিকাঠামো। শিক্ষার্থী ফুটবলারদের পড়াশোনার জন্যও থাকছে অতিরিক্ত নজরদারি। দক্ষ কোচদের সঙ্গে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা হবে। যার জন্য থাকবেন মেন্টররা। ফুটবলের কারুশিল্প, পড়াশোনার মেধা এবং সামাজিক ও স্বাভাবিক দর্শনের প্রতিফলনে ওদের সামনে ফুট উঠবে এক নতুন দিগন্ত। যেখানে থাকবে বিদেশি ফুটবল ক্লাবগুলোর প্রতিচ্ছবি। যেভাবে স্পেনের লা মাসিয়া থেকে উঠে আসেন লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তারা। আয়াক্স ফুটবল অ্যাকাডেমির ইউহান ক্রুয়েফ বা স্পোর্টিং সিপি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুই ফিগো, ব্রুনোরা উঠে এসেছিলেন। স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ ইতিমধ্যেই চলছে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলে। সর্বভারতীয় স্তর থেকে ফুটবলার তুলে আনা হবে। এই দেশে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই এমন স্বপ্নের উড়ান তৈরি করছে। 

শুক্রবার মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। ছিলেন সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রমুখ। ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের একঝাঁক প্রাক্তন এবং বর্তমান ফুটবলার ও ক্রিকেটার। স্কুল অফ এক্সেলেন্স নিয়ে প্রত্যেকের গলায় ছিল আগামীদিনের জন্য শুভ কামনা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মনে করেন, এখান থেকেই ভবিষ্যতের তারকা খুঁজে পাবে ভারতীয় ফুটবল। এদিন কলকাতা লিগ কলকাতার মাঠে ফেরানোর দাবি জানান ক্রীড়ামন্ত্রী। বর্তমানে ঘরোয়া লিগ হচ্ছে জেলার মাঠে। যার ফলে বঞ্চিত হচ্ছে কলকাতার ক্রীড়াপ্রেমীরা। এবার লিগ কলকাতায় ফেরানোর ডাক ক্রীড়ামন্ত্রীর। এদিকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনেক ফুটবলার ইতিমধ্যেই শহরে পা রেখেছে। শনিবার থেকে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে শুরু হবে প্র্যাকটিস। শনিবার ফুটবলারদের মেডিক্যাল পরীক্ষা করা হবে। আইএসএল অনিশ্চিত। আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে শুরু হবে কেউ জানে না। তবে আসন্ন ডুরান্ড কাপে হয়ত বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলতে দেখা যাবে।