আজকাল ওয়েবডেস্ক: পুরুষ দল হোক বা মহিলা, বিদেশি দলের বিরুদ্ধে খেলতে নামলে ইস্টবেঙ্গল জ্বলে ওঠে। আগেও হত। এখনও।
মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল ইরানের ক্লাব বাম খাতুন এফসি-কে।
খেলার ফলাফল বলছে ৩-১। তবে ইস্টবেঙ্গল আরও বেশি গোল করতেই পারত। একাধিকবার ইরানের ক্লাবের পেনাল্টি বক্সে আক্রমণ তুলে এনেও গোল হয়নি। কখনও পোস্টে লেগে প্রতিহত হয়, কখনও লক্ষ্যভ্রষ্ট হয় লাল-হলুদের মহিলা ফুটবলারদের প্রয়াস, আবার কখনও ইরানের ডিফেন্ডার বা গোলকিপার দলকে বাঁচান।
ম্যাচের চার মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। সিল্কি দেবী হেমামের জোরালো শট আছড়ে পড়ে বাম খাতুনের জালে।
৩২ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। ফাজিলা দ্বিতীয় গোলটি করেন। মোনা হামৌদি পেনাল্টি থেকে ব্যবধান কমান। বিরতির সময়ে খেলার ফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ বাড়ে।
একাধিকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ইস্টবেঙ্গল। কিন্তু চা পানের সময়ে ঠোঁট ও পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে এক্ষেত্রেও সেই দূরত্বই থেকে যায়।
৮৮ মিনিটে রেস্টি নানজিরি দূরপাল্লার দুরন্ত শটে গোল করে ম্যাচ নিয়ে চলে যান নিজেদের সাজঘরে। তার পরে আর ইরানের ক্লাবের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। দেশ হোক বা বিদেশ, বিদেশি দলের বিরুদ্ধে দেশের জবাব ইস্টবেঙ্গলই।
