আজকাল ওয়েবডেস্ক: কেকেআর-গুজরাট টাইটান্স ম্যাচের আর কয়েক মিনিট বাকি। কিন্তু তার আগেই সমর্থকদের জন্য খারাপ খবর। কলকাতার পর বৃষ্টি হচ্ছে আহমেদাবাদেও। সোমবার বিকেলে হালকা বৃষ্টি শুরু হয়। যার ফলে নির্ধারিত সময় টস হওয়ার সম্ভাবনা কম। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ দেরিতে শুরু হলেও, খেলা হবে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে দুই ম্যাচে চার পয়েন্ট পেতেই হবে শুভমন গিলদের। তাই বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেলে সমস্যায় পড়বে গুজরাট টাইটান্স। চেন্নাইয়ের বিরুদ্ধে বড় জয়ে এখনও আইপিএলে টিকে আছে গিলরা। আগের ম্যাচে জোড়া শতরান করেন শুভমন এবং সাই সুদর্শন। ছন্দে থাকা গুজরাট এবার লিগ টপারদের হারিয়ে শেষ চারের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চায়। নাইট শিবিরে অবশ্য চিন্তার কোনও কারণ নেই। একমাত্র দল হিসেবে প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করে ফেলেছে তাঁরা। প্রথম দুইও প্রায় নিশ্চিত। তাই গুজরাট ম্যাচ শুধুই নিয়মরক্ষার। আহমেদাবাদে প্লে অফের মহড়া সেরে ফেলতে চায় নাইটরা। তাই বৃষ্টি হলেও কোনও সমস্যা নেই কেকেআর শিবিরের।
