আজকাল ওয়েবডেস্ক:‌ গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ সিঙ্গলসের ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচের সামনে স্পেনের কার্লোস আলকারাজ। গতবার পাঁচ সেটের লড়াইয়ে জকোভিচকে হারিয়ে প্রথমবার উইম্বলডন খেতাব জিতেছিলেন আলকারাজ। এবার বদলা নিতে পারবেন জকোভিচ?‌ পারলে আট বার উইম্বলডন খেতাব জিয়ে ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি রজার ফেডেরারকে। 
এই নিয়ে দশ বার উইম্বলডন ফাইনালে উঠলেন ৩৭ বছরের জকোভিচ। ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে সেমিফাইনালে তিনি স্ট্রেট সেটে হারালেন ইতালির লরেঞ্জো মুসোত্তিকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৬–৪, ৭–৬ (‌৭–২)‌, ৬–৪ । প্রসঙ্গত, মাত্র পাঁচ সপ্তাহ আগে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন জকোভিচ। তারপর খেলতে এসেছেন উইম্বলডনে। কোর্টে যথেষ্ট সাবলীল দেখাচ্ছে তাঁকে। 
এদিকে, পিছিয়ে পড়েও সেমিফাইনালে শেষ হাসি হাসলেন ২২ বছরের তরুণ আলকারাজ। প্রথম সেট হারলেও পরের তিনটি জিতে নেন তিনি। দানিল মেদভেদেভের বিরুদ্ধে জিতলেন ৬–৭ (‌১–৭)‌, ৬–৩, ৬–৪, ৬–৪ গেমে। ২ ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে রুশ তারকাকে হারালেন তিনি।