আজকাল ওয়েবডেস্ক: তিন-তিনবার ফাইনালে উঠেও একবারও ট্রফি জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। শনিবারও মুম্বই ইন্ডিয়ান্স টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় মহিলাদের আইপিএলে। তীরে এসে তরী ডোবার গল্প নিয়মিত হয়ে গিয়েছে দিল্লির। হতাশা, দুঃখে দিল্লির ক্রিকেটার মারিজানা কাপ নিজেকে আর নিয়ন্ত্রণই করতে পারেননি। খেলার শেষে কাঁদতে দেখা যায়। কিছুতেই তাঁকে শান্ত করতে পারেননি সতীর্থরা। 

টি-টোয়েন্টি ফরম্যাটে কাপ যে কোনও দলের সম্পদ। সেই তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে নেমে ২৬ বলে ৪০ রান করেন। তবুও বাঁচাতে পারেননি দিল্লিকে। শেষমেশ আর পারল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। মহিলাদের আইপিএল খেতাব জিতে নিল ঝুলন গোস্বামীর মুম্বই ইন্ডিয়ান্স। নামেই মুম্বই বনাম দিল্লির ম্যাচ। কিন্তু মহিলাদের আইপিএলের ম্যাচটি হয়ে গিয়েছিল দিল্লির সৌরভ বনাম মুম্বইয়ের ঝুলনের। সৌরভ যদি হন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট, তাহলে ঝুলন আবার মুম্বইয়ের বোলিং কোচ এবং মেন্টর। শেষ হাসি হাসলেন ঝুলনই।

?ref_src=twsrc%5Etfw">March 16, 2025

 

মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে। জবাবে দিল্লি থেমে যায় ৯ উইকেটে ১৪১   রানে। ৮ রানে ম্যাচ জিতে মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই।