আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিল না থাকায় ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন করতে হয়েছে ভারতকে। বেঙ্গালুরু টেস্টে তিন নম্বরে নেমেছিলেন কোহলি। চারে সরফরাজ খান। কেউ রান পাননি। ৪৬ রানে অলআউট হয়েছে ভারত।
টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। আর এই সিদ্ধান্তের পিছনে হেড কোচ গৌতম গম্ভীরকেই দায়ী করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার–ব্যাটার দীনেশ কার্তিক।
তাঁর মতে তিনে লোকেশ রাহুল বা সরফরাজ খানকে নামানো উচিত ছিল। কার্তিকের কথায়, ‘কোহলিকে আমি রক্ষা করছি না। ওর টেম্পারামেন্ট ও টেকনিক সবাই জানে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। পরিবর্তন করা হলে এটা ভেবেই করা হয় যে এটা দলের কাজে লাগবে। কোহলি একদিনের ক্রিকেটে তিনে নামে। টি২০ ক্রিকেটে ওপেন করে। আর টেস্টে দীর্ঘদিন ধরে চারে ব্যাট করছে। এটাই ওর আদর্শ জায়গা।’ কার্তিকের আরও সংযোজন, ‘কোহলি বলতেই পারত আমি চারে যাব। সেক্ষেত্রে রাহুল কিংবা সরফরাজকে তিনে যেতে হত। কিন্তু কোহলি দলের স্বার্থে সিদ্ধান্তটা মেনে নিয়েছে। দলের এই সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে। কারণ কোহলি রান পায়নি। আমার ব্যক্তিগত মত, রাহুল তিনে সেরা বিকল্প ছিল। কিন্তু তা না করে কোহলিকে নামানো হল। যা মানতে পারছি না।’
