আজকাল ওয়েবডেস্ক: আহাল এফসির বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে মোহনবাগানকে। কিন্তু ম্যাচের ফলাফল ছাড়াও আরও একটা বিষয় চোখে পড়েছে বাগান সমর্থকদের। আহাল এফসির বিরুদ্ধে ম্যাচের শেষে কোচ মলিনার সঙ্গে কোনও একটা বিষয়ে তর্কে জড়িয়ে পড়েছিলেন বাগানের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস। তারপরেই বৃহস্পতিবার রাতে আচমকাই জল্পনা ছড়িয়ে পড়ে যে মোহনবাগান ছাড়তে চলেছেন দিমি। বৃহস্পতিবার রাতে ইনস্টগ্রামে দিমিত্রি মোহনবাগানের জার্সি পরে দুটি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যায়, তিনি সমর্থকদের দিকে হাত তুলে ধন্যবাদ জানাচ্ছেন। অন্য আর একটি ছবি গত ম্যাচের। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dimi Petratos (@dimi_ss)