আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে চলেছেন করুণ নায়ার। অভাবনীয় তাঁর ব্যাটিং গড়। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হল না করুণ নায়ারের।
ভারতের মুখ্য নির্বাচক অজিত আগরকর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে করুণ নায়ারের বাদ যাওয়ার ব্যাপারে মুখ খোলেন।
বিজয় হাজারে ট্রফিতে ৭৫০-র উপরে করুণ নায়ারের ব্যাটিং গড়। সেই প্রসঙ্গের কথা স্মরণ করিয়ে দিয়ে আগরকর বলছেন, ''সাড়ে সাতশোর বেশি গড় অবিশ্বাস্য ব্যাপার। এই ধরনের পারফরম্যান্স সচরাচর দেখা যায় না। যাই হোক এই দলে ১৫ জনেরই জায়গা হয়, সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয়।''
বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন শনিবার দুপুর তিনটের সময়ে হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর।
দলে ফেরেন মহম্মদ সামি। কিন্তু বাদ গেলেন মহম্মদ সিরাজ। যশস্বী জয়সওয়ালকেও রাখা হয়েছে ১৫ জনের দলে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেখে অনেকেই মনে করছেন, দারুণ শক্তিশালী দল তৈরি করা হয়েছে। কিন্তু শুভমান গিলকে সহ অধিনায়ক করায় অনেকে বিস্মিত হয়েছেন।
চার জন পেসার। তার মধ্যে একজন বোলিং অলরাউন্ডার। চার জন স্পিনার। দু'জন উইকেট কিপার এবং পাঁচ জন ব্যাটারকে নিয়ে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত।
আগরকর জাতীয় দলের গভীরতার কথা স্বীকার করে নিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা পাওয়া খুব কঠিন, তা জানিয়ে দিয়েছেন দেশের প্রাক্তন বোলার।
