আজকাল ওয়েবডেস্ক: বিমানে উঠে বসে রয়েছেন। অথচ পাইলট নেই। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হল ডেভিড ওয়ার্নার-সহ অন্যান্য সহযাত্রীদের। 

অনাবশ্যক এই দেরির জন্য এয়ার ইন্ডিয়াকে একহাত নিলেন ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''আমরা এমন বিমানে উঠেছি, যার পাইলটই নেই। কয়েক ঘণ্টা ধরে অপেক্ষায় বসে রয়েছি। পাইলট নেই যখন জানো, তখন যাত্রীদের কেন বিমানে উঠিয়েছো?'' 

 

?ref_src=twsrc%5Etfw">March 22, 2025

ওয়ার্নারের এই সোশ্যাল মিডিয়া পোস্টের উত্তর দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের তরফে লেখা হয়েছে, ''শ্রদ্ধেয় ওয়ার্নার, বেঙ্গালুরুর আবহাওয়া ভাল নয়। সেই কারণে সমস্ত বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। আপনি যে বিমানে রয়েছেন, তার পাইলট অন্য বিমান নিয়ে গিয়ে আটকে পড়েছেন। সেই কারণে আপনার বিমানও ছাড়া যাচ্ছে না। আপনার ধৈর্য ক্ষমতার প্রশংসা করি।'' 

আইপিএলের মেগা নিলামে কোনও দলই এবার ওয়ার্নারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। 

?ref_src=twsrc%5Etfw">March 22, 2025

পাকিস্তান সুপার লিগের জন্য তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে। ২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন ওয়ার্নার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ
তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ওয়ার্নার। ২০২৪ সালের আইপিএলে আটটি ম্যাচ খেলেন তিনি। মাত্র ১৬৮ রান করেন। এবার আর দল পাননি।